ম্যানহাটন

ম্যানহাটন মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরো তথা কাউন্টির একটি। পাঁচটি বরোর মধ্যে ক্ষুদ্রতম। এর অপর নাম নিউ ইয়র্ক কাউন্টি। মূলত ম্যানহাটন দ্বীপ নিয়ে গঠিত হলেও গভর্নর্‌স দ্বীপ, রান্ডাল্‌স দ্বীপ, ওয়ার্ডস দ্বীপ, রুজভেল্ট দ্বীপ, উথান্ট দ্বীপ এবং মার্বল হিল (ব্রঙ্ক্‌স'র মূল ভূমির প্রান্তে অবস্থিত একটি এনক্লেভ) এই শহরের অন্তর্ভুক্ত। মোট আয়তন ৫৯.৫ বর্গ কিমি (২৩ বর্গ মা) এবং ২০০০ সালের তথ্য মোতাবেক মোট জনসংখ্যা ১,৫৩৭,১৯৫। ১৯১০ সালে এই শহরের জনসংখ্যা ছিল ২.৩ মিলিয়ন যা ১৯৮০ সাল নাগাদ কমে গিয়ে ১.৪ মিলিয়নে দাঁড়ায়। এরপর কিছুটা বেড়েছে। ম্যানহাটনই মূলত নিউ ইয়র্ক শহরের প্রাণ। এখানেই এর বিখ্যাত সব গগনচুম্বী বিল্ডিং অধিকাংশ অবস্থিত যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং (১৯৩১), ক্রিস্‌লার বিল্ডিং (১৯৩০) এবং সিটিকর্প সেন্টার (১৯৭৭)। ১০১ তলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দালান যুগল এই দ্বীপেই অবস্থিত ছিল। নিউ ইয়র্কের নগরায়িত অঞ্চলের মধ্যে এটিই সবচেয়ে প্রাচীন, ঘন এবং সুগঠিত।

ম্যানহাটন
নিউ ইয়র্ক সিটির বরো
নিউ ইয়র্ক কাউন্টি
মিডটাউন ম্যানহাটনের দৃশ্য
ম্যানহাটনের অবস্থান (হলুদ রং)
স্থানাঙ্ক: ৪০°৪৩′৪২″ উত্তর ৭৩°৫৯′৩৯″ পশ্চিম
রাষ্ট্রমার্কিন যুক্তরাষ্ট্র
অঙ্গরাজ্যনিউ ইয়র্ক
কাউন্টিনিউ ইয়র্ক কাউন্টি
শহরনিউ ইয়র্ক সিটি
প্রতিষ্ঠাকাল১৬২৪
সরকার
  বরো প্রেসিডেন্টস্কট স্ট্রিনজার (D)
  ডিসট্রিক্ট অ্যাটর্নিভ্যান্স জে.আর
আয়তন
  মোট৩৩.৭৭ বর্গমাইল (৮৭.৫ বর্গকিমি)
  স্থলভাগ২২.৯৬ বর্গমাইল (৫৯.৫ বর্গকিমি)
  জলভাগ১০.৮১ বর্গমাইল (২৮.০ বর্গকিমি)
জনসংখ্যা
  মোট১৬,৩৪,৭৯৫
  জনঘনত্ব৭১,২০১/বর্গমাইল (২৭,৪৯১/বর্গকিমি)
ওয়েবসাইটhttp://www.mbpo.org/

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.