ম্যাথু ব্রডরিক
ম্যাথু ব্রডরিক (ইংরেজিতে: Matthew Broderick; জন্ম ১৯৬২) একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা। তিনি হাস্যরস চলচ্চিত্র ফেরিস বুয়েলারস ডে অফ-এ মূল চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেন। দ্য লায়ন কিং চলচ্চিত্রে তিনি কন্ঠস্বর দিয়েছিলেন। এছাড়া দ্য প্রডিউসারস চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমেও তিনি সুখ্যাতি অর্জন করেন।
ম্যাথিউ ব্রোডরিক | |
---|---|
জন্ম | ম্যানহাটন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র | ২১ মার্চ ১৯৬২
পেশা | অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা |
কর্মজীবন | ১৯৮১–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | সারাহ জেসিকা পার্কার (বি. ১৯৯৭) |
সন্তান | ৩ |
ম্যাথু ব্রডরিক দুইবার টনি অ্যাওয়ার্ড অর্জন করেছেন। প্রথমটি ১৯৮৩ সালে তার ব্রাইটন বীচ মেমোয়েরস চলচ্চিত্রে অভিনয়ের জন্য এবং দ্বিতীয়টি ১৯৯৫ সালের হাউ টু সাক্সিড ইন বিজনেস উইথআউট রিয়ালি ট্রাইং-এ গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য।[1] এছাড়া দ্য প্রডিউসারস চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি টনি অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর পুরস্কারের জন্যও মনোনীত হন। ২০১৫ সাল নাগাদ ব্রোডরিক টনি অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচারড অ্যাক্টর ইন এ প্লে পুরস্কারপ্রাপ্ত সর্বকনিষ্ঠ ব্যক্তি।
তথ্যসূত্র
- "Matthew Broderick Biography"। Broadway.com। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৪।
বহিঃসংযোগ
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে ম্যাথু ব্রডরিক (ইংরেজি)
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে Broderick (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ম্যাথু ব্রডরিক (ইংরেজি)
- অলমুভিতে ম্যাথু ব্রডরিক