ম্যাট হেনরি

ম্যাথু জেমস হেনরি (জন্ম: ১৪ ডিসেম্বর, ১৯৯১) ক্যান্টারবারির ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডীয় ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম উদীয়মান খেলোয়াড় ম্যাট হেনরি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার। ঘরোয়া ক্রিকেটে ক্যান্টারবারি দলের হয়ে খেলছেন। এছাড়াও, নিউজিল্যান্ড এ ক্রিকেট দলের হয়েও খেলছেন তিনি।

ম্যাট হেনরি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামম্যাথু জেমস হেনরি
জন্ম (1991-12-14) ১৪ ডিসেম্বর ১৯৯১
ক্রাইস্টচার্চ, ক্যান্টারবারি, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৮৩)
৩১ জানুয়ারি ২০১৪ বনাম ভারত
শেষ ওডিআই২৪ মার্চ ২০১৫ বনাম দক্ষিণ আফ্রিকা
ওডিআই শার্ট নং২১
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১১-২০১৩ক্যান্টারবারি
২০১৪-বর্তমানচেন্নাই সুপার কিংস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ২০ ৪৩
রানের সংখ্যা ২১ - ৪২০ ২৩৯
ব্যাটিং গড় ২১.০০ - ২০.০০ ১৪.৯৩
১০০/৫০ –/– -/- ০/১ ০/০
সর্বোচ্চ রান ২০* - ৫১ ৩৭*
বল করেছে ৪৪২ ৩৬ ৩,৭৫২ ১,৯০৬
উইকেট ২১ ৮২ ৭৫
বোলিং গড় ১৭.৩৩ ৪০.০০ ২৩.৫৪ ২২.৩৮
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৫/৩০ ১/৯ ৫/১৮ ৬/৪৫
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– -/– ৮/– ৯/–
উৎস: ESPNcricinfo, ২৮ মার্চ ২০১৫

খেলোয়াড়ী জীবন

৩১ জানুয়ারি, ২০১৪ তারিখে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত পঞ্চম ওডিআইয়ের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে অভিষেক ঘটে তার।[1] রোহিত শর্মাকে আউট করে ম্যাট হেনরি তার ১ম উইকেট লাভ করেন। ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে অনুষ্ঠিত দিন/রাতের খেলায় তিনি ১০ ওভার বোলিং করে ৩৮ রানের বিনিময়ে ৪ উইকেট পান। এরফলে নিউজিল্যান্ডের একদিনের ক্রিকেটের ইতিহাসে অভিষেকে তৃতীয় সেরা বোলিং করার গৌরব অর্জন করেন।[2] খেলায় তার দল ৮৭ রানে বিজয়ী হয় ও ৪-০ ব্যবধানে সিরিজ জয় করে।

ক্রিকেট বিশ্বকাপ

৮ জানুয়ারি, ২০১৫ তারিখে নিউজিল্যান্ড ক্রিকেট তাদের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[3] কিন্তু ঐ তালিকায় তার অন্তর্ভুক্তি ঘটেনি। কিন্তু, ২২ মার্চ হাঁটুর গোড়ালিতে আঘাতপ্রাপ্তির ফলে অ্যাডাম মিলেন দল থেকে বাদ পড়েন। ফলে তার পরিবর্তে ম্যাট হেনরিকে অন্তর্ভুক্ত করা হয়।[4] ২৪ মার্চ, ২০১৫ তারিখে ইডেন পার্কে অনুষ্ঠিত সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অংশগ্রহণ করেন তিনি। কিন্তু, ৪০ রান দিয়েও তিনি কোন উইকেট লাভ করতে সক্ষম হননি।

তথ্যসূত্র

  1. "India tour of New Zealand, 5th ODI: New Zealand v India at Wellington, Jan 31, 2014"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৪
  2. "Taylor, Williamson seal 4-0 win"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৪
  3. "New Zealand 2015 ODI World Cup Squad"। Genius। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৫
  4. "Milne ruled out of New Zealand tilt"। ESPNCricinfo। ২৬ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৫

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.