মো. শাহজাহান (রাজনীতিবিদ)

মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং নোয়াখালী-৪ (সুবর্ণচর-নোয়াখালী সদর) আসনের সাবেক সংসদ সদস্য।[1][2][3][4]

মোহাম্মদ শাহজাহান
নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৯১  ২০০৬
পূর্বসূরীফজলে এলাহী
উত্তরসূরীমোহাম্মদ একরামুল করিম চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্মনোয়াখালী জেলা
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

জন্ম ও প্রাথমিক জীবন

মোহাম্মদ শাহজাহান নোয়াখালী জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক ও কর্মজীবন

মোহাম্মদ শাহজাহান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) প্রতিষ্ঠাকালীন সময়ে রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের হাত ধরে সক্রিয়ভাবে যুক্ত হন। তিনি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব, বর্তমান ভাইস চেয়ারম্যান ও তৃণমূলের দল পূর্নগঠনের সমন্বয়ক। ২০১৬ সাল পর্যন্ত তিনি নোয়াখালী জেলার সভাপতি ছিলেন।[5] নভেম্বর ২০১৫ সালে তাকে পৌরসভা নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীদের মনোনয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল।[6]

তিনি ১৯৯১ সনে জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সুবর্ণচর-নোয়াখালী সদর) আসন থেকে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হন।[1] এরপর তিনি একই আসন থেকে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম সংসদে সংসদ সদস্য নির্বাচিত হন।[2][3][4] ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে একই আসন থেকে তিনি মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর কাছে পরাজিত হয়েছিলেন।[7]

বিতর্ক

মো. শাহজাহানকে ১২ জানুয়ারি ২০১৫ সালে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যটালিয়ান (র‍্যাব)–১ আটক করে।[8][9]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  2. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  3. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  4. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  5. "Shahjahan quits Noakhali BNP president post"The Daily Sun (ইংরেজি ভাষায়)। UNB। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৮
  6. "Shahjahan authorised to nominate BNP candidates in municipal polls"bdnews24.com। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৮
  7. "শাহজাহান (নোয়াখালী)"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-২১
  8. "বিএনপির সাবেক সাংসদ শাহজাহান আটক"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০২-২১
  9. "Noakhali BNP chief Shahjahan held"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১২ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.