মোহিত শর্মা

মোহিত মহীপাল শর্মা (হিন্দি: मोहित शर्मा; জন্ম: ১৮ সেপ্টেম্বর, ১৯৮৮) হরিয়ানা রাজ্যের বল্লভগড় এলাকায় জন্মগ্রহণকারী ভারতীয় ক্রিকেটার। ডানহাতি মিডিয়াম-ফাস্ট বোলার হিসেবে ভারত ক্রিকেট দলে খেলছেন। পাশাপাশি হরিয়ানার হয়ে ভারতের প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করছেন। বিশ্বের সুপরিচিত পেস বোলিং কোচ ইয়ান পন্টের নির্দেশনায় শর্মা ২০১২-১৩ মৌসুমে রঞ্জি ট্রফিতে ৭ খেলায় ২৩ গড়ে ৩৭ উইকেট লাভ করেছিলেন।[1] এরপর ২০১৩ মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে চেন্নাই সুপার কিংসের সাথে চুক্তিবদ্ধ হন।[2] ঐ মৌসুমে তিনি ২০ উইকেট লাভ করেন ১৫ খেলায়। সাধারণতঃ তিনি পাওয়ারপ্লে সময়কালীন বোলিং করেন।

মোহিত শর্মা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমোহিত মহীপাল শর্মা
জন্ম (1988-09-18) ১৮ সেপ্টেম্বর ১৯৮৮
বল্লভগড়, হরিয়ানা, ভারত
ডাকনামমহি
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম-ফাস্ট
ভূমিকাবোলার
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১১-বর্তমানহরিয়ানা
২০১৩-বর্তমানচেন্নাই সুপার কিংস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি লিস্ট এ টি২০
ম্যাচ সংখ্যা ১১
রানের সংখ্যা ২২৮ ২৫ -
ব্যাটিং গড় ১৯.০০ ১২.৫০ -
১০০/৫০ ০/০ ০/০ -/-
সর্বোচ্চ রান ৩২ ২৪ -
বল করেছে ২১৬২ ৩০০ ৪৮
উইকেট ৪৪
বোলিং গড় ২৪.৬৫ ৩৪.৫০ ১২.০০
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট n/a n/a
সেরা বোলিং ৫/৪৭ ২/৫৫ ৩/১০
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ৩/– ২/-
উৎস: CricketArchive, ২১ এপ্রিল ২০১৩

খেলোয়াড়ী জীবন

জিম্বাবুয়ে সফরে অনুষ্ঠিত ৪র্থ একদিনের আন্তর্জাতিকের মাধ্যমে তার ওডিআই অভিষেক ঘটে। খেলায় তিনি মিতব্যয়ী বোলিং করেন। উদ্বোধনী ব্যাটসম্যান সিকান্দার রাজাকে তার ৪র্থ ওভারে আউট করে প্রথম উইকেট লাভ করেন। সন্দ্বীপ পাতিলের পর তিনি হচ্ছেন দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার যিনি অভিষেকেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করার গৌরব অর্জন করতে পেরেছেন।[3][4]

তথ্যসূত্র

  1. Records / Ranji Trophy, 2012/13 / Most wickets
  2. Chennai Super Kings sign five uncapped bowlers
  3. Derek Abraham (২ আগস্ট ২০১৩)। "Mohit Sharma becomes second Indian after Sandeep Patil to be adjudged man of the match on ODI debut"। dna। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৩
  4. Dwaipayan Datta (১ আগস্ট ২০১৩)। "Mohit Sharma makes his mark for India straight up"। The Times of India। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৩

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.