মোহাম্মদ রহমত মিয়া
মোহাম্মদ রহমত মিয়া (জন্ম: ৮ ডিসেম্বর ১৯৯৯; রহমত মিয়া নামে সুপরিচিত) হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি সর্বশেষ বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব ঢাকা আবাহনী খেলেছেন এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।[1]
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মোহাম্মদ রহমত মিয়া | ||
জন্ম | ৮ ডিসেম্বর ১৯৯৯ | ||
জন্ম স্থান | মাগুরা, বাংলাদেশ | ||
উচ্চতা | ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ঢাকা আবাহনী | ||
জার্সি নম্বর | ৭৭ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৭–২০২১ | সাইফ | ৬২ | (০) |
২০২২ | শেখ রাসেল | ২১ | (০) |
২০২২– | ঢাকা আবাহনী | ১ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৮ | বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ | ২ | (০) |
২০১৮– | বাংলাদেশ | ২৭ | (০) |
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৭:৪৬, ২০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:৫১, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০১৭–১৮ মৌসুমে, বাংলাদেশী ক্লাব সাইফের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; সাইফের হয়ে ৪ মৌসুমে ৬২ ম্যাচে অংশগ্রহণ করেছেন। পরবর্তীকালে, তিনি শেখ রাসেলের হয়ে খেলেছেন। ২০২২–২৩ মৌসুমে, তিনি শেখ রাসেল হতে বাংলাদেশী ক্লাব ঢাকা আবাহনীতে যোগদান করেছেন।
২০১৮ সালে, রহমত বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে বাংলাদেশের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি একই বছরে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৭ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
মোহাম্মদ রহমত মিয়া ১৯৯৯ সালের ৮ই ডিসেম্বর তারিখে বাংলাদেশের মাগুরায় জন্মগ্রহণ করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
রহমত বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।[2] ২০১৮ সালের ১৪ই আগস্ট তারিখে তিনি ২০১৮ এশিয়ান গেমসে উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। বাংলাদেশের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
২০১৮ সালের ২৭শে মার্চ তারিখে, মাত্র ১৮ বছর ৩ মাস ২০ দিন বয়সে, রহমত লাওসের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন।[3] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন। ম্যাচটি ২–২ গোলে ড্র হয়েছিল।[4][5] বাংলাদেশের হয়ে অভিষেকের বছরে রহমত সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
আন্তর্জাতিক
- ৯ আগস্ট ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
বাংলাদেশ | ২০১৮ | ৪ | ০ |
২০১৯ | ৮ | ০ | |
২০২০ | ৬ | ০ | |
২০২১ | ৭ | ০ | |
২০২২ | ২ | ০ | |
সর্বমোট | ২৭ | ০ |
তথ্যসূত্র
- কোনও কিছুই অসম্ভব নয়: রহমত মিয়া। RTV। সংগ্রহের তারিখ ২০২০-১১-০৮।
- সম্ভাবনাময় ফুটবলার রহমত মিয়া || বার্তাজগৎ২৪। bartajogot24.com। সংগ্রহের তারিখ ২০২০-১১-০৮।
- "Laos vs. Bangladesh - March 27, 2018"। ইএসপিএন (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২১।
- "International friendlies • Regular"। ইউরোস্পোর্ট (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২১।
- "Bangladesh hold Laos 2-2" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। ২৭ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২১।
বহিঃসংযোগ
- সকারওয়েতে মোহাম্মদ রহমত মিয়া (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে মোহাম্মদ রহমত মিয়া (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে মোহাম্মদ রহমত মিয়া (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে মোহাম্মদ রহমত মিয়া (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে মোহাম্মদ রহমত মিয়া (ইংরেজি)