মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা
মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা (আনু. ১৯৩৫ – ১৩ জুন, ২০১৬) একজন বাংলাদেশী শিক্ষাবিদ ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ১৯৯০ সালের মার্চ থেকে ১৯৯২ সালে অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সালে শিক্ষায় একুশে পদক লাভ করেন।[1][2]
মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা | |
---|---|
জন্ম | আনু. ১৯৩৫ |
মৃত্যু | ১৩ জুন ২০১৬ ৮০–৮১) ঢাকা, বাংলাদেশ | (বয়স
সমাধি | বনানী, ঢাকা |
জাতীয়তা | বাংলাদেশী |
মাতৃশিক্ষায়তন | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
পেশা | শিক্ষাবিদ |
শিক্ষা ও কর্মজীবন
মনিরুজ্জামান মিঞা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেন। তারপর তিনি জগন্নাথ কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে তিনি ৫ বছর ফ্রান্সে পড়াশোনা করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়-এ পরিবেশ ও ভূগোল বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।[3] ১৯৯০ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের উপার্চায হিসেবে মনোনীত হন।[3]
১৯৯২ সালের অক্টোবরে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সেনেগালে নিযুক্ত হন।[4]
পুরস্কার
- শিক্ষা ও গবেষণায় একুশে পদক, ২০০৪
তথ্যসূত্র
- "একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ"। Government of Bangladesh। সংগ্রহের তারিখ জুন ২০, ২০১৬।
- "PM calls for nat'l unity to face global competition"। The Daily Star। ফেব্রুয়ারি ১৮, ২০০৪। সংগ্রহের তারিখ জুন ২২, ২০১৬।
- "বিশিষ্ট শিক্ষাবিদ মনিরুজ্জামান মিঞা আর নেই"। Prothom Alo। জুন ১৪, ২০১৬। সংগ্রহের তারিখ জুন ২২, ২০১৬।
- "Ex-DU VC Maniruzzaman Miah passes away"। The Daily Star। জুন ১৩, ২০১৬। সংগ্রহের তারিখ জুন ২২, ২০১৬।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.