মোহাম্মদ ফরাসউদ্দিন
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন (জন্মঃ ১৮ এপ্রিল ১৯৪২) হলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সপ্তম গভর্নর। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি'র প্রথম উপাচার্য ছিলেন।
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন মোঃ ফরাসউদ্দিন | |
---|---|
বাংলাদেশ ব্যাংক | |
কাজের মেয়াদ ২৪ নভেম্বর ১৯৯৮ – ২২ নভেম্বর ২০০১ | |
পূর্বসূরী | লুৎফর রহমান সরকার |
উত্তরসূরী | ড. ফখরুদ্দীন আহমদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মাধবপুর, হবিগঞ্জ, বাংলাদেশ | ১৮ এপ্রিল ১৯৪২
জাতীয়তা | বাংলাদেশী |
বাসস্থান | ঢাকা, বাংলাদেশ |
ধর্ম | ইসলাম |
জন্ম ও পারিবারিক পরিচিতি
ফরাসউদ্দিন ১৯৪২ সালের ১৮ এপ্রিল তৎকালীন ব্রিটিশ ভারতের আসাম প্রদেশের সিলেট জেলার হবিগঞ্জ মহুকুমার (বর্তমানঃ বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার) মাধবপুরের নোয়াপাড়া ইউনিয়ন এর রতনপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পরিবার এ তার স্ত্রী ও দুই সন্তান। এক ছেলে এবং এক মেয়ে। তারা উভয়ই বর্তমান সময়ে প্রবাসী।
শিক্ষা জীবন
শিক্ষা জীবন শুরু করেন রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (বর্তমান নাম) থেকে এবং স্কুল জীবন শুরু হয় ১৯৫১,১৯৫২,১৯৫৩ সালে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণিতে জগদীশপুর উচ্চ বিদ্যালয়ের অধ্যয়ন করেন, সিলেট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হয়ে তারপর কলেজ জীবন এম সি কলেজ,সিলেট এবং তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ এ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
কর্ম জীবন
ফরাসউদ্দিন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক 'বাংলাদেশ ব্যাংক'-এর সপ্তম গভর্নর; মোঃ লুৎফর রহমান সরকার দায়িত্ব ত্যাগের পর তিনি ১৯৯৮ সালের ২৪ নভেম্বর গভর্নর হিসাবে দায়িত্ব লাভ করেন এবং ২০০১ সালের ২২ নভেম্বর পর্যন্ত এই পদে অধিষ্টিত থাকেন।[1]