মোহাম্মদ নেহাল
মোহাম্মদ নেহাল (জন্ম: ১২ মে ১৯৯০) হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বাংলাদেশ পুলিশের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মোহাম্মদ নেহাল | ||
জন্ম | ১২ মে ১৯৯০ | ||
জন্ম স্থান | রাজশাহী, বাংলাদেশ | ||
উচ্চতা | ১.৭২ মিটার (৫ ফুট ৭ ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বাংলাদেশ পুলিশ | ||
জার্সি নম্বর | ৩১ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৬–২০০৭ | বাড্ডা জাগরণী | ||
২০০৯–২০১০ | রহমতগঞ্জ | ||
২০১০–২০১১ | মুক্তিযোদ্ধা সংসদ | ||
২০১১–২০১২ | বিজেএমসি | ||
২০১২–২০১৩ | শেখ রাসেল | ||
২০১৩–২০১৪ | ফেনী | ||
২০১৪–২০১৬ | ঢাকা মোহামেডান | ||
২০১৭–২০২০ | চট্টগ্রাম আবাহনী | ২৭ | (০) |
২০২১– | বাংলাদেশ পুলিশ | ৩৪ | (০) |
জাতীয় দল‡ | |||
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ | |||
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ | |||
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ | |||
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৬:৩৪, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৫৬, ১৪ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০০৬–০৭ মৌসুমে, বাংলাদেশী ক্লাব বাড্ডা জাগরণীর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি মাত্র ১ মৌসুম অতিবাহিত করেছেন। অতঃপর ২০০৯–১০ মৌসুমে তিনি রহমতগঞ্জে যোগদান করেছেন। রহমতগঞ্জে মাত্র ১ মৌসুম অতিবাহিত করার পর মুক্তিযোদ্ধা সংসদের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। পরবর্তীকালে, তিনি বিজেএমসি, শেখ রাসেল, ফেনী, ঢাকা মোহামেডান এবং চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলেছেন।[1][2][3][4] ২০২০–২১ মৌসুমে, তিনি চট্টগ্রাম আবাহনী হতে বাংলাদেশ পুলিশে যোগদান করেছেন।
নেহাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের হয়ে বাংলাদেশের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
প্রারম্ভিক জীবন
মোহাম্মদ নেহাল ১৯৯০ সালের ১২ই মে তারিখে বাংলাদেশের রাজশাহীতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
নেহাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।[5][6]
তথ্যসূত্র
- "'ভুল করেছিল আরিফ, এলার্ট ছিল না নেহাল'"। m.bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- "Terengganu down Ctg Abahani"। Dhaka Tribune। ২০১৯-১০-৩১। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- "ভাল খেলেও চট্টগ্রাম আবাহনীর কাছে মুক্তিযোদ্ধার হার || খেলা"। জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- "মোহামেডানকে হারাল নোফেল স্পোর্টিং : শেষ আটে চট্টগ্রাম আবাহনী"। www.bhorerkagoj.com। ২০১৯-১২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৩।
- "Aminul and Himel fighting with injury: Nehal joins the team in Guanjhou"। archive.bff.com.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৯।
- "Mamunul, Emily return"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৬-১০-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-১২-২৯।
বহিঃসংযোগ
- সকারওয়েতে মোহাম্মদ নেহাল (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে মোহাম্মদ নেহাল (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে মোহাম্মদ নেহাল (ইংরেজি)