মোহাম্মদ আলী (দ্ব্যর্থতা নিরসন)
মোহাম্মদ আলী নামটি নিম্নের ব্যক্তিবর্গকে নির্দেশ করতে পারেঃ
- মোহাম্মদ আলী –জনপ্রিয় বক্সার।
- মোহাম্মদ আলী (বীর প্রতীক) –বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা
- মোহাম্মদ আলী (অধ্যাপক) -চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য
- মোহাম্মদ আলী (মুক্তিযোদ্ধা) –বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঠাকুরগাঁওয়ের প্রথম শহীদ
- মোহাম্মদ আলী (রাজনীতিবিদ) –বাংলাদেশের রাজনীতিবিদ ও কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য।
- মোহাম্মদ আলী (নারায়ণগঞ্জের রাজনীতিবিদ) –বাংলাদেশী রাজনীতিবিদ ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য।
- মোহাম্মদ আলী (নোয়াখালীর রাজনীতিবিদ) –বাংলাদেশী রাজনীতিবিদ ও নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য।
- মোহাম্মদ আলী (নেত্রকোণার রাজনীতিবিদ) –বাংলাদেশী রাজনীতিবিদ ও ময়মনসিংহের সহিত নেত্রকোণা আসনের সাবেক সংসদ সদস্য।
স্থাপনা
- মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ –ফেনী জেলার সদরে অবস্থিত একটি প্রাচীন মসজিদ
- মোহাম্মদ আলী প্যালেস মিউজিয়াম –বগুড়ার অন্যতম একটি দর্শনীয় স্থান।
আরও দেখুন
- মুহাম্মদ আলী জিন্নাহ –রাজনীতিবিদ ও পাকিস্তানের প্রতিষ্ঠাতা।
- মোহাম্মদ আলী বগুড়া –একজন বাঙালি রাজনীতিবিদ। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।
- মোহাম্মদ আলী সিদ্দিকী –একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী।
- মোহাম্মদ আলী মুর্তুজা –বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর নবম উপাচার্য ছিলেন।
- মোহাম্মদ আলী সরকার – বাংলাদেশের রংপুর জেলার একজন রাজনীতিবিদ।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.