মোহাম্মদ আকবর হোসেন (জেনারেল)
অন্য ব্যবহারের জন্য, দেখুন আকবর হোসেন (দ্ব্যর্থতা নিরসন)।
মোহাম্মদ আকবর হোসেন | |
---|---|
ডাকনাম | তারেক |
জন্ম | ০১ নভেম্বর ১৯৬৫ চৌমুহনী, বেগমগঞ্জ, নোয়াখালী। |
আনুগত্য | ![]() |
সার্ভিস/ | ![]() |
কার্যকাল | ২০ ডিসেম্বর ১৯৮৫-বর্তমান |
পদমর্যাদা | লেফটেনেন্ট জেনারেল |
ইউনিট | আর্টিলারি রেজিমেন্ট |
নেতৃত্বসমূহ |
|
লেফট্যানেন্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন বাংলাদেশ সামরিক বাহিনীর তিন তারকা পদক এর একজন জেনারেল।[1]
কর্মজীবন
আকবর ৯ম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) এর সাবেক মহাপরিচালক। [1] তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর ও সাবেক মহাপরিচালক। (বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্টপতি, জাতির পিতার পরিবারবর্গসহ রাষ্ট্র কর্তৃক ঘোষিত অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা প্রধান করে থাকে সংস্থাটি)। তিনি একটি আর্টিলারি ব্রিগেড ও এয়ার ডিফেন্স আর্টিলারি (এডিএ) ব্রিগেড কমান্ড করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২০ ডিসেম্বর ১৯৮৫ সালে ১৩তম বিএমএ দীর্ঘ কোর্সে কমিশন লাভ করেন। তার অধীনে ডিজিএফআই এর একটি নতুন মনোগ্রাম ডিজাইন করা হয়েছিলো। [2][3][4][5]
তথ্যসূত্র
- "Changes in top army positions"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-০২-১৭। সংগ্রহের তারিখ ২০১৭-০২-১৭।
- "Brig. Gen. Akbar made Director General of DGFI"। clickittefaq.com। Click Ittefaq। ৯ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬।
- "Govt names new DGFI chief"। bdnews24.com। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬।
- "Govt won't use DGFI for political purpose: PM"। thedailystar.net। The Daily Star। ১৫ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৬।
- "Trust Bank Annual Report" (পিডিএফ)। ১০ মে ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.