মোস্তাফিজুর রহমান মানিক

মোস্তাফিজুর রহমান মানিক একজন বাংলাদেশী পরিচালক যিনি দুই নয়নের আলো, মন ছুয়েছে মন[1], মা আমার চোখের মণি এবং জান্নাত নির্মাণ করেছেন। তিনি জান্নাত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৮ লাভ করেন।[2]

চলচ্চিত্র

  1. দুই নয়নের আলো (২০০৫)
  2. মন ছুঁয়েছে মন (২০০৯)
  3. মা আমার চোখের মণি (২০১১)
  4. কিছু আশা কিছু ভালোবাসা (২০১৩)
  5. চুপি চুপি প্রেম (২০১৫)
  6. জান্নাত (২০১৮)
  7. আনন্দ অশ্রু (নির্মানাধীন)
  8. আশীর্বাদ (নির্মানাধীন)
  9. এত প্রেম এত মায়া[3] (নির্মানাধীন)
  10. যাও পাখি বলো তারে (নির্মানাধীন)
  11. স্বপ্নে দেখা রাজকন্যা (নির্মানাধীন)
  12. হাহাকার (নির্মানাধীন)

তথ্যসূত্র

  1. "Zayed Khan"thedailystar.net। ফেব্রুয়ারি ২৫, ২০১৭।
  2. ২০১৭-২০১৮ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
  3. "Shabnur Takes a Shot at Singing in her New Film"thedailystar.net। আগস্ট ১২, ২০১৭।

বহিঃসংযোগ

ইন্টারনেট মুভি ডেটাবেজে মোস্তাফিজুর রহমান মানিক (ইংরেজি)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.