মোস্তফা ফারুক মোহাম্মদ

মোস্তফা ফারুক মোহাম্মদ (২১ মার্চ ১৯৪২–৪ জানুয়ারি ২০১৭) একজন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিবিদ এবং যশোর -২ আসনের সাবেক সংসদ সদস্য। [1][2] তিনি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালযের বিভিন্ন উচ্চ-পদে দায়িত্ব পালনের পাশাপাশি ভারত, মায়ানমার, রাশিয়া, ভিয়েতনাম প্রভৃতি দেশে রাষ্ট্রদূত হিসাবেও নিয়ুক্ত ছিলেন। শেখ হাসিনা সরকারের ২য় মন্ত্রীসভায় তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ছিলেন।

মোস্তফা ফারুক মোহাম্মদ
যশোর-২ থেকে জাতীয় সংসদ-এর প্রাক্তন সদস্য
কাজের মেয়াদ
২৯ ডিসেম্বর ২০০৮  ৪ জানুয়ারি ২০১৪
উত্তরসূরীমোহাম্মদ মনিরুল ইসলাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম২১ মার্চ ১৯৪২
কৃষ্ণনগর, ঝিকরগাছা উপজেলা, যশোর জেলা, পূর্ব বাংলা, ব্রিটিশ রাজত্ব (বর্তমানে- বাংলাদেশ)
মৃত্যু৪ জানুয়ারি ২০১৭(2017-01-04) (বয়স ৭৪)
ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

প্রাথমিক জীবন

মোহাম্মদ ১৯৪২ সালের ২১ শে মার্চ পূর্ব কৃষ্ণনগর, ঝিকরগাছা উপজেলা, যশোর জেলা, পূর্ববঙ্গ, ব্রিটিশ রাজে জন্মগ্রহণ করেছিলেন। [3]

পেশা

১৯৭১ সালে তিনি ইন্দোনেশিয়ায় পাকিস্তান দূতাবাসে দ্বিতীয় সচিবের দায়িত্ব পালন করা কালীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংশ্লিষ্ট হন।[4] ১৯৭৯ সালে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাংলাদেশের বিকল্প প্রতিনিধি হিসাবে কাজ করেছিলেন। [3] তিনি ২০০৮ সালে যশোর-২ থেকে সংসদে নির্বাচিত হয়েছিলেন। [5] তিনি প্রবাস বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে দায়িত্ব পালন করেছিলেন। [6] ১৩ ই সেপ্টেম্বর ২০১২-এ তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী করা হয়েছিল।

মৃত্যু

মোহাম্মদ ৪ জানুয়ারি ২০১৭ সালে মারা যান। [7]

তথ্যসূত্র

  1. "সাবেক মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ আর নেই"দৈনিক প্রথম আলো। ৫ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭
  2. "সাবেক আইসিটি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ আর নেই"দৈনিক ইত্তেফাক। ৪ জানুয়ারি ২০১৭। ৫ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭
  3. "Ex-minister Mostafa Faruk passes away"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৫ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮
  4. "সাবেক মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ আর নেই"এটিভি অনলাইন। ৫ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭
  5. "Former ICT minister Mostafa Faruque Mohammad passes away"bssnews.net (ইংরেজি ভাষায়)। BSS। ২০১৮-০৪-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮
  6. "Make integrated efforts to tackle militancy"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৩ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮
  7. "Ex-ICT minister Mostafa dies"The Daily Star (ইংরেজি ভাষায়)। BSS। ৫ জানুয়ারি ২০১৭। ১ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.