মোস্তফা ফারুক মোহাম্মদ
মোস্তফা ফারুক মোহাম্মদ (২১ মার্চ ১৯৪২–৪ জানুয়ারি ২০১৭) একজন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিবিদ এবং যশোর -২ আসনের সাবেক সংসদ সদস্য। [1][2] তিনি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালযের বিভিন্ন উচ্চ-পদে দায়িত্ব পালনের পাশাপাশি ভারত, মায়ানমার, রাশিয়া, ভিয়েতনাম প্রভৃতি দেশে রাষ্ট্রদূত হিসাবেও নিয়ুক্ত ছিলেন। শেখ হাসিনা সরকারের ২য় মন্ত্রীসভায় তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ছিলেন।
মোস্তফা ফারুক মোহাম্মদ | |
---|---|
![]() | |
যশোর-২ থেকে জাতীয় সংসদ-এর প্রাক্তন সদস্য | |
কাজের মেয়াদ ২৯ ডিসেম্বর ২০০৮ – ৪ জানুয়ারি ২০১৪ | |
উত্তরসূরী | মোহাম্মদ মনিরুল ইসলাম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২১ মার্চ ১৯৪২ কৃষ্ণনগর, ঝিকরগাছা উপজেলা, যশোর জেলা, পূর্ব বাংলা, ব্রিটিশ রাজত্ব (বর্তমানে- ![]() |
মৃত্যু | ৪ জানুয়ারি ২০১৭ ৭৪) ঢাকা | (বয়স
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
প্রাথমিক জীবন
মোহাম্মদ ১৯৪২ সালের ২১ শে মার্চ পূর্ব কৃষ্ণনগর, ঝিকরগাছা উপজেলা, যশোর জেলা, পূর্ববঙ্গ, ব্রিটিশ রাজে জন্মগ্রহণ করেছিলেন। [3]
পেশা
১৯৭১ সালে তিনি ইন্দোনেশিয়ায় পাকিস্তান দূতাবাসে দ্বিতীয় সচিবের দায়িত্ব পালন করা কালীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংশ্লিষ্ট হন।[4] ১৯৭৯ সালে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাংলাদেশের বিকল্প প্রতিনিধি হিসাবে কাজ করেছিলেন। [3] তিনি ২০০৮ সালে যশোর-২ থেকে সংসদে নির্বাচিত হয়েছিলেন। [5] তিনি প্রবাস বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে দায়িত্ব পালন করেছিলেন। [6] ১৩ ই সেপ্টেম্বর ২০১২-এ তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী করা হয়েছিল।
মৃত্যু
মোহাম্মদ ৪ জানুয়ারি ২০১৭ সালে মারা যান। [7]
তথ্যসূত্র
- "সাবেক মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ আর নেই"। দৈনিক প্রথম আলো। ৫ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭।
- "সাবেক আইসিটি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ আর নেই"। দৈনিক ইত্তেফাক। ৪ জানুয়ারি ২০১৭। ৫ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭।
- "Ex-minister Mostafa Faruk passes away"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ৫ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮।
- "সাবেক মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ আর নেই"। এটিভি অনলাইন। ৫ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৭।
- "Former ICT minister Mostafa Faruque Mohammad passes away"। bssnews.net (ইংরেজি ভাষায়)। BSS। ২০১৮-০৪-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮।
- "Make integrated efforts to tackle militancy"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৩ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮।
- "Ex-ICT minister Mostafa dies"। The Daily Star (ইংরেজি ভাষায়)। BSS। ৫ জানুয়ারি ২০১৭। ১ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮।