মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা একজন বাংলাদেশি সাবেক সরকারি কর্মকর্তা যিনি মন্ত্রিপরিষদ সচিব ছিলেন।[1] তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[2] মোশাররফ হোসেন ভূঁইঞা বাংলাদেশের ২০তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা | |
---|---|
বাংলাদেশের ২০তম মন্ত্রিপরিষদ সচিব | |
কাজের মেয়াদ ৩ অক্টোবর ২০১১ – ২৯ অক্টোবর ২০১৫ | |
পূর্বসূরী | এম আবদুল আজিজ |
উত্তরসূরী | শফিউল আলম |
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব | |
কাজের মেয়াদ ২৩ অক্টোবর ২০০৮ – ২ অক্টোবর ২০১১ | |
পূর্বসূরী | আমিনুল ইসলাম ভূইয়া |
উত্তরসূরী | ইকবাল মাহমুদ |
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব | |
কাজের মেয়াদ ১২ ফেব্রুয়ারি ২০০৭ – ২৩ অক্টোবর ২০০৮ | |
পূর্বসূরী | আব্দুস সবুর |
উত্তরসূরী | বদরুল আলম তরফদার |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইঞা নরসিংদী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | সরকারি কর্মকর্তা, মন্ত্রিপরিষদ সচিব |
প্রারম্ভিক জীবন
মোশাররাফ হোসাইন ভূইঞা নরসিংদীর মনোহরদীর লেবুতলা ইউনিয়নে জন্মগ্রহণ করেন।[3] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত কার্টিন বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট ও পাবলিক পলিসি সম্পর্কে উচ্চশিক্ষা লাভ করেন।
কর্মজীবন
মোশাররাফ হোসাইন ভূইঞা ১৯৮১ সালের বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে চাকুরিতে যোগদান করেন। চাকুরিজীবনে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কক্সবাজার জেলার জেলা প্রশাসকসহ উপজেলা ও জেলায় বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এবং মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[1][4][5]
তিনি পরিকল্পনা কমিশনের সদস্য, বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বিকল্প গভর্নর ও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।[2][6]
তথ্যসূত্র
- "মন্ত্রিপরিষদ সচিবগণের তালিকা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২০।
- স্পেশাল করেসপন্ডেন্ট (২৯ অক্টোবর ২০১৫)। "মোশাররাফের বিদায়, দায়িত্ব নিলেন শফিউল"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৬ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০।
- "লেবুতলা ইউনিয়ন, বিশেষ ব্যক্তিত্ব"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৬ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০।
- "অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, সাবেক সচিববৃন্দ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৬ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০।
- "প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সাবেক সিনিয়র সচিব"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৬ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০।
- "বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মন্ত্রিপরিষদ সচিব"। অর্থসূচক। ২৫ অক্টোবর ২০১৫। ১৬ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২০।