মোশতাক আহমেদ রুহী

মোশতাক আহমেদ রুহী (জন্ম: ১৯ জুন, ১৯৭৪) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও নবম জাতীয় সংসদ সদস্য[1][2] তিনি ২০০৮ সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। তিনি ছাত্রনেতা হিসাবেও পরিচিত।[3][4]

মোশতাক আহমেদ রুহী
নেত্রকোণা-১ আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৯ ডিসেম্বর ২০০৮  ৫ জানুয়ারি ২০১৪
পূর্বসূরীআব্দুল করিম আব্বাসি
উত্তরসূরীছবি বিশ্বাস
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯ জুন, ১৯৭৪
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীসৈয়দা মারুফা জাহান
সন্তানকন্যা— জারা আহমেদ
পুত্র— জিনান আহমেদ ও ইরফান আহমেদ সাদমান
মাতাআনোয়ারা রহমান
পিতামুজিবর রহমান
প্রাক্তন শিক্ষার্থীময়মনসিংহ জিলা স্কুল, আনন্দমোহন কলেজ
পেশারাজনীতিবিদ
ওয়েবসাইটhttps://ruhi.live

শিক্ষাজীবন

মোশতাক আহমেদ রুহী ছিলেন মেধাবী ছাত্র। তিনি নেত্রকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টেলেন্টপুলে বৃত্তি লাভ করেন। এরপর ভর্তি হন সরকারি আঞ্জুমান স্কুলে। ১৯৮৯ সালে তিনি 'তারকা মান' পেয়ে ময়মনসিংহ জিলা স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। রুহী আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৯৯১, ১৯৯৪ ও ১৯৯৬ সালে উচ্চ মাধ্যমিক, অনার্স ও এমএমএস সম্পন্ন করেন। পরবর্তীতে ২০০৪ সালে জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে মৌখিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পিএইচডি অধ্যয়ন শুরু করেন। কিন্তু রাজনীতিতে যুক্ত হওয়ায় তিনি আর পিএইচডি সম্পন্ন করেননি।[3][4]

রাজনৈতিক জীবন

সালরাজনৈতিক বিবরণ
১৯৯০ছাত্রলীগ সদস্য, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা
১৯৯১আনন্দমোহন বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদে সর্বোচ্চ ভোট পেয়ে এজিএস নির্বাচিত হন
১৯৯২চেতনা '৭১ এর আহ্বায়ক
১৯৯৪ময়মনসিংহ জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক
১৯৯৫ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সহ-সভাপতি
১৯৯৬আনন্দমোহন কলেজের ভিপি নির্বাচিত হন
২০০৩আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন
২০০৮৫৫ হাজার ভোটের ব্যবধানে নেত্রকোণা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন

লিখিত গ্রন্থ

  • রাজনীতি হ য ব র ল[5][6]
  • জনতা জীবন্মৃত[6]
  • প্রাকৃতিক গ্যাসের সন্ধানে[6]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "৯ম জাতীয় সংসদ সদস্য তালিকা"www.parliament.gov.bd
  2. "মোশতাক আহমেদ রুহী"election.prothomalo.com
  3. "খোলাকাগজের উপদেষ্টা সম্পাদক হলেন তরুন রাজনীতিবিদ মোশতাক আহমেদ রুহী"www.jagrotabangla.com। সংগ্রহের তারিখ জুন ১১, ২০১৯
  4. "বায়োগ্রাফি"ruhi.live। ২৩ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯
  5. "বই মেলায় মোশতাক আহমেদ রুহীর 'রাজনীতি হ য ব র ল'"kalmakanda.com। ২১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৯
  6. "সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীর খোলা কাগজে উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগদান..."bdgrambangla.net। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.