মোরিস রনে ফ্রেশে

মোরিস রনে ফ্রেশে[1] (ফরাসি: Maurice René Fréchet) (২রা সেপ্টেম্বর, ১৮৭৮ – ৪ঠা জুন, ১৯৭৩) একজন ফরাসি গণিতবিদ। তিনি বিন্দু সেটের টপোগণিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং বিমূর্ত জগতের ধারণা সম্পূর্ণই তার কৃতিত্ব। এছাড়া তিনি পরিসংখ্যান, সম্ভাবনাক্যালকুলাসে একাধিক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার অভিসন্দর্ভ দিয়েই মেট্রিক জগতের ফাংশনালগুলির ওপর গবেষণার দ্বার উন্মোচন হয় এবং compactness-এর ধারণার সূত্রপাত ঘটে। তিনি হাঙ্গেরীয় গণিতবিদ রিসৎস অপেক্ষা স্বাধীনভাবে লেবেস্‌গে বর্গ সমাকলনযোগ্য ফাংশনসমূহের জগতের জন্য প্রতিনিধিত্ব উপপাদ্যটি (representation theorem) প্রমাণ করেন।

মোরিস রনে ফ্রেশে
Maurice René Fréchet
মোরিস রনে ফ্রেশে
জন্ম২রা সেপ্টেম্বর, ১৮৭৮
মালিইনি, ফ্রান্স
মৃত্যু৪ই জুন, ১৯৭৩
জাতীয়তা ফরাসি
মাতৃশিক্ষায়তনএকোল নর্মাল সুপেরিয়োর
পরিচিতির কারণবিমূর্ত জগত
ফাংশনাল বিশ্লেষণ
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রগণিতবিদ
ডক্টরাল উপদেষ্টাজাক আদামার

পাদটীকা

  1. এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.