মোরিস রনে ফ্রেশে
মোরিস রনে ফ্রেশে[1] (ফরাসি: Maurice René Fréchet) (২রা সেপ্টেম্বর, ১৮৭৮ – ৪ঠা জুন, ১৯৭৩) একজন ফরাসি গণিতবিদ। তিনি বিন্দু সেটের টপোগণিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং বিমূর্ত জগতের ধারণা সম্পূর্ণই তার কৃতিত্ব। এছাড়া তিনি পরিসংখ্যান, সম্ভাবনা ও ক্যালকুলাসে একাধিক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার অভিসন্দর্ভ দিয়েই মেট্রিক জগতের ফাংশনালগুলির ওপর গবেষণার দ্বার উন্মোচন হয় এবং compactness-এর ধারণার সূত্রপাত ঘটে। তিনি হাঙ্গেরীয় গণিতবিদ রিসৎস অপেক্ষা স্বাধীনভাবে লেবেস্গে বর্গ সমাকলনযোগ্য ফাংশনসমূহের জগতের জন্য প্রতিনিধিত্ব উপপাদ্যটি (representation theorem) প্রমাণ করেন।
মোরিস রনে ফ্রেশে Maurice René Fréchet | |
---|---|
জন্ম | ২রা সেপ্টেম্বর, ১৮৭৮ মালিইনি, ফ্রান্স |
মৃত্যু | ৪ই জুন, ১৯৭৩ |
জাতীয়তা | ফরাসি |
মাতৃশিক্ষায়তন | একোল নর্মাল সুপেরিয়োর |
পরিচিতির কারণ | বিমূর্ত জগত ফাংশনাল বিশ্লেষণ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | গণিতবিদ |
ডক্টরাল উপদেষ্টা | জাক আদামার |
পাদটীকা
- এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.