মোরশেদ আলী খান

মোহাম্মদ মোরশেদ আলী খান (জন্ম: ১৪ মে, ১৯৭২) ফরিদপুর জেলায় জন্মগ্রহণকারী বাংলাদেশের আম্পায়ার ও সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৯৮ সালে স্বল্পকালীন সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষে খেলেছেন।

মোরশেদ আলী খান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমোহাম্মদ মোরশেদ আলী খান সুমন
জন্ম (1972-05-14) ১৪ মে ১৯৭২
ফরিদপুর, বাংলাদেশ
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনবামহাতি মিডিয়াম
ভূমিকাবোলার, আম্পায়ার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ৪৩)
১৪ মে ১৯৯৮ বনাম ভারত
শেষ ওডিআই২৩ মে ১৯৯৮ বনাম কেনিয়া
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা -
রানের সংখ্যা -
ব্যাটিং গড় - -
১০০/৫০ - -/-
সর্বোচ্চ রান - ২*
বল করেছে - ১৩৮
উইকেট -
বোলিং গড় - ৪২.৫০
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং - ১/২৬
ক্যাচ/স্ট্যাম্পিং -/- ২/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩১ আগস্ট ২০১৮

দলে তিনি মূলতঃ বামহাতি মিডিয়াম পেস বোলার ছিলেন। এছাড়াও নিচেরসারিতে বামহাতে ব্যাটিং করতেন মোরশেদ আলী খান। দীর্ঘদেহী বামহাতি বোলার হিসেবে ঘরোয়া ক্রিকেটে সুনাম কুড়ান। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে ঢাকা মেট্রোপলিশের প্রতিনিধিত্ব করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেট

১৯৯৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো ক্রিকেট খেলাকে অন্তর্ভুক্ত করা হয়। এতে তিনিও বাংলাদেশ দলের অন্যতম সদস্য ছিলেন। তবে, গ্রুপ পর্বেই বাংলাদেশ দলকে চলে আসতে হয়েছিল।

সমগ্র খেলোয়াড়ী তিনটি একদিনের আন্তর্জাতিকে অংশ নিয়েছেন তিনি। ১৯৯৮ সালে ভারতে অনুষ্ঠিত ত্রি-দেশীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ ঘটে মোরশেদ আলী খানের। প্রথম খেলায় স্বাগতিক ভারতের বিপক্ষে ওডিআই অভিষেক ঘটে তার। নির্ধারিত ১০ ওভার বোলিং করে ১/৩১ লাভ করেন।

বর্তমানে তিনি বিসিবি’র প্রথম-শ্রেণীর আম্পায়ারদের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন ও পেশাদারী পর্যায়ে খেলা পরিচালনা করছেন।[1]

তথ্যসূত্র

  1. Morshed Ali Khan One Day International-Allround Analysis. (Retrieved on 2008-6-30)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.