মোরঙ জেলা

মোরঙ জেলা (নেপালি: मोरङ जिल्ला এই শব্দ সম্পর্কেশুনুন ) হচ্ছে নেপালের পূর্বাঞ্চল বিকাস ক্ষেত্রের কোশী অঞ্চলের একটি জেলা। এই জেলার আয়তন ১,৮৫৫ কিমি (৭১৬ মা)বিরাটনগর, নেপাল হচ্ছে এই জেলার সদরদপ্তর।

মোরঙ জেলা
मोरङ जिल्ला
জেলা
Main Entrance of Biratnagar, Morang
Main Entrance of Biratnagar, Morang
Country   নেপাল
ProvinceProvince 1
Established7th century circa
Admin HQ.বিরাটনগর, নেপাল
সরকার
  ধরনCoordination committee
  শাসকDCC, Morang
  HeadMr. Naresh Prasad Pokhrel
  Deputy-HeadMr. Prakash Kumar Shah
  Parliamentary constituencies6
  Provincial constituencies12
আয়তন
  মোট১৮৫৫ বর্গকিমি (৭১৬ বর্গমাইল)
জনসংখ্যা (2011[1])
  মোট৯,৬৫,৩৭০
  জনঘনত্ব৫২০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলNPT (ইউটিসি+05:45)
Main Language(s)লিম্বু, নেপালি, Maithili, Tharu, Rajbanshi, Rai
ওয়েবসাইটwww.ddcmorang.gov.np

ভৌগোলিক উপাত্ত ও গঠন

এ জেলার আয়তন ১৮৫৫ বর্গমাইল। মোরাং পূর্ব নেপালের দক্ষিণ তরাই বা সমভূমি অঞ্চলে অবস্থিত। এই ব্যবস্থার সবচেয়ে গুরত্বপূর্ণ জমির ফসল হচ্ছে ধান ও পাট। যদিও শালবন জেলার উত্তরাংশে আছে যেখানে সমভূমি পাহাড়ের সাথে মিশেছে।

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুসারে এ জেলার লোকসংখ্যা ৯৬৫,৩৭০ জন। এদের মধ্যে ২৭.৬% নেপালি, ৩৩.৬% মৈথিলি, ৫.৯% থারু, ৩.৮% রাজবংশী, ৩.৭% লিম্বু, ৩.২% উর্দু, ২.০% রাই ২.০% সাঁওতালি, ১.৯% তামাং, ১.৯% অঙ্গিকা, ১.৯% মাগার, ১.৫% নেওয়ারি, ১.৩% ভূজেল, ১.১% ধীমল, ০.৯% বানতাওয়া, ০.৮% ভোজপুরী, ০.৭% তাজপুরিয়া, ০.৬% হিন্দি, ০.৬% উড়ানও / উড়উ, ০.৬% রাজস্থানী, ০.৫% গুরুং এবং ০.৫% চামলিং তাদের প্রথম ভাষা হিসাবে ব্যবহার করে।

এই জেলার জনসংখ্যার ৪৩.৯% নেপালি, ২.৯% হিন্দি, ২.২% মৈথিলি, ০.৮% বানতাওয়া, ০.৮% থারু এবং ০.৬% রাজবংশী ভাষাকে তাদের দ্বিতীয় ভাষা হিসাবে ব্যবহার করে।[2]

জাতিসত্ত্বা

মোরঙ জেলায় সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ রয়েছেন ১৬,৩৮৭ জন।[3]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Household and population by districts, Central Bureau of Statistics (CBS) Nepal" (পিডিএফ)। ২০১৩-০৭-৩১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৬
  2. 2011 Nepal Census, Social Characteristics Tables
  3. "Santali: Also spoken in Nepal"। ২০১৮-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৪-০১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.