মোমিনপুর মেট্রো স্টেশন
মোমিনপুর মেট্রো স্টেশন হল ভারতের কলকাতার দক্ষিণাঞ্চলের জোকায় কলকাতা মেট্রোর লাইন ৩-এর একটি প্রস্তাবিত স্টেশন। স্টেশনটি যে এলাকাতে সেই এলাকার নামে এই স্টেশনটির নামকরণ করা হয়। স্টেশনটি উত্তলিত ভাবে ডায়মন্ড হারবার রোডের উপরে নির্মিত হবে।[1][2]
মোমিনপুর | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
কলকাতা মেট্রো স্টেশন | |||||||||||
অবস্থান | মোমিনপুর, কলকাতা | ||||||||||
স্থানাঙ্ক | ২২°৩১′৩৬″ উত্তর ৮৮°১৯′২৬″ পূর্ব | ||||||||||
মালিকানাধীন | মেট্রো রেলওয়ে, কলকাতা | ||||||||||
লাইন | কলকাতা মেট্রো লাইন ৩ | ||||||||||
প্ল্যাটফর্ম | ২ টি (পার্শ্ব প্ল্যাটফর্ম) | ||||||||||
রেলপথ | ২ টি | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরন | উত্তোলিত | ||||||||||
প্ল্যাটফর্মের স্তর | ২ | ||||||||||
পার্কিং | না | ||||||||||
সাইকেলের সুবিধা | না | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
ভাড়ার স্থান | কলকাতা মেট্রো | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | প্রস্তাবিত | ||||||||||
বৈদ্যুতীকরণ | তৃতীয় রেলপথ দ্বারা ৭৫০ ভোল্ট ডি.সি. | ||||||||||
পরিষেবা | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
অবস্থান
এই স্টেশনটি মোমিনপুর এলাকাতে অবস্থিত। স্টেশনের ভৌগোলিক অবস্থান হল ২২.৫২৬৭৬৩১° উত্তর ৮৮.৩২৩৯° পূর্ব। স্টেশনটির পূর্ববর্তী স্টেশন হল ১.০১৫ কিলোমিটার দূরে অবস্থিত মাঝেরহাট মেট্রো স্টেশন এবং পরবর্তী স্টেশন হল ১.১১৫ কিলোমিটার দূরে অবস্থিত খিদিরপুর মেট্রো স্টেশন।
ইতিহাস
২০১০-২০১১ অর্থবর্ষের রেল বাজেটে কলকাতা মেট্রো লাইন ৩ এর অনুমোদিত হয় এবং নির্মাণের কাজের জন্য ২,৬৫১৯ কোটি টাকা মঞ্জুর করা হয়।[3] ২০১১ সালের অক্টোবর মাসে এনভিআরএল স্টেশন'সহ জোকা মেট্রো স্টেশন থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো করিডোর নির্মাণের দরপত্র পায়।
বিদ্যুৎ ও সংকেত ব্যবস্থা
কলকাতা মেট্রোর অন্য স্টেশন ও লাইনগুলির মত এই স্টেশনে তৃতীয় রেলপথ দ্বারা ৭৫০ ভোল্টের ডি. সি. বিদ্যুৎ ব্যবস্থা ব্যবহার করা হবে ট্রেন পরিচালনার জন্য।
যোগাযোগ ভিত্তিক ট্রেন নিয়ন্ত্রণ সংকেত ব্যবস্থা দ্বারা এই স্টেশনে ও রেলপথে ট্রেনের চলাচল পরিচালনা করা হবে। এই সংকেত ব্যবস্থার দ্বারা ৯০ সেকেন্ড অন্তঃর ট্রেন পরিচালনা করা যাবে।
তথ্যসূত্র
- "RVNL Invites Bids for Kolkata Metro Line-3's Mominpur Extension"।
- "Kolkata Metro Update: Bids invited for construction of viaduct and two stations of Joka-Esplanade metro project"। ১৩ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২০।
- "Seven projects meant to change the face of Calcutta are entangled in a web of land politics and pandering. Metro explores the tunnel vision"। www.telegraphindia.com/। ১১ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯।