মোমিনপুর মেট্রো স্টেশন

মোমিনপুর মেট্রো স্টেশন হল ভারতের কলকাতার দক্ষিণাঞ্চলের জোকায় কলকাতা মেট্রোর লাইন ৩-এর একটি প্রস্তাবিত স্টেশন। স্টেশনটি যে এলাকাতে সেই এলাকার নামে এই স্টেশনটির নামকরণ করা হয়। স্টেশনটি উত্তলিত ভাবে ডায়মন্ড হারবার রোডের উপরে নির্মিত হবে।[1][2]


মোমিনপুর
কলকাতা মেট্রো স্টেশন
অবস্থানমোমিনপুর, কলকাতা
স্থানাঙ্ক২২°৩১′৩৬″ উত্তর ৮৮°১৯′২৬″ পূর্ব
মালিকানাধীনমেট্রো রেলওয়ে, কলকাতা
লাইনকলকাতা মেট্রো লাইন ৩
প্ল্যাটফর্ম২ টি (পার্শ্ব প্ল্যাটফর্ম)
রেলপথ২ টি
নির্মাণ
গঠনের ধরনউত্তোলিত
প্ল্যাটফর্মের স্তর
পার্কিংনা
সাইকেলের সুবিধানা
অন্য তথ্য
ভাড়ার স্থানকলকাতা মেট্রো
ইতিহাস
চালুপ্রস্তাবিত
বৈদ্যুতীকরণতৃতীয় রেলপথ দ্বারা ৭৫০ ভোল্ট ডি.সি.
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন   কলকাতা মেট্রো   পরবর্তী স্টেশন
অভিমুখে জোকা
লাইন ৩
অভিমুখে এসপ্ল্যানেড
অবস্থান
মানচিত্র

অবস্থান

এই স্টেশনটি মোমিনপুর এলাকাতে অবস্থিত। স্টেশনের ভৌগোলিক অবস্থান হল ২২.৫২৬৭৬৩১° উত্তর ৮৮.৩২৩৯° পূর্ব / 22.5267631; 88.3239। স্টেশনটির পূর্ববর্তী স্টেশন হল ১.০১৫ কিলোমিটার দূরে অবস্থিত মাঝেরহাট মেট্রো স্টেশন এবং পরবর্তী স্টেশন হল ১.১১৫ কিলোমিটার দূরে অবস্থিত খিদিরপুর মেট্রো স্টেশন

ইতিহাস

২০১০-২০১১ অর্থবর্ষের রেল বাজেটে কলকাতা মেট্রো লাইন ৩ এর অনুমোদিত হয় এবং নির্মাণের কাজের জন্য ২,৬৫১৯ কোটি টাকা মঞ্জুর করা হয়।[3] ২০১১ সালের অক্টোবর মাসে এনভিআরএল স্টেশন'সহ জোকা মেট্রো স্টেশন থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো করিডোর নির্মাণের দরপত্র পায়।

বিদ্যুৎ ও সংকেত ব্যবস্থা

কলকাতা মেট্রোর অন্য স্টেশন ও লাইনগুলির মত এই স্টেশনে তৃতীয় রেলপথ দ্বারা ৭৫০ ভোল্টের ডি. সি. বিদ্যুৎ ব্যবস্থা ব্যবহার করা হবে ট্রেন পরিচালনার জন্য।

যোগাযোগ ভিত্তিক ট্রেন নিয়ন্ত্রণ সংকেত ব্যবস্থা দ্বারা এই স্টেশনে ও রেলপথে ট্রেনের চলাচল পরিচালনা করা হবে। এই সংকেত ব্যবস্থার দ্বারা ৯০ সেকেন্ড অন্তঃর ট্রেন পরিচালনা করা যাবে।

তথ্যসূত্র

  1. "RVNL Invites Bids for Kolkata Metro Line-3's Mominpur Extension"
  2. "Kolkata Metro Update: Bids invited for construction of viaduct and two stations of Joka-Esplanade metro project"। ১৩ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২০
  3. "Seven projects meant to change the face of Calcutta are entangled in a web of land politics and pandering. Metro explores the tunnel vision"। www.telegraphindia.com/। ১১ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.