মোড়েলগঞ্জ পৌরসভা
মোড়েলগঞ্জ পৌরসভা বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার অন্তর্গত 'ক' শ্রেণির একটি পৌরসভা।[1][2]
মোড়েলগঞ্জ পৌরসভা | |
---|---|
পৌরসভা | |
![]() | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | বাগেরহাট জেলা |
উপজেলা | মোড়েলগঞ্জ উপজেলা |
প্রতিষ্ঠা | ২৫-০৮-১৯৯৮[1] |
সরকার | |
• মেয়র | এস এম মনিরুল হক (বাংলাদেশ আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ৬ বর্গকিমি (২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ২১,৭১৮ |
• জনঘনত্ব | ৩,৬০০/বর্গকিমি (৯,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭১.২৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ০১ ৬০ ৭৫ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
শিক্ষার হারঃ ৭১.২৮%[2]
শিক্ষা প্রতিষ্ঠানঃ[2]
- কলেজ - ০৩টি
- সরকারী মাধ্যমিক বিদ্যালয় - ০১টি
- বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয় - ০৪টি
- সরকারী প্রাথমিক বিদ্যালয় - ০৬টি
- রেজিঃ প্রাথমিক বিদ্যালয় - ০২টি
- মহিলা কলেজ - ০১টি
- বালিকা বিদ্যালয় - ০৩টি
- আলিয়া মাদ্রাসা - ০২টি
- হাফেজীয়া মাদ্রাসা - ০৪টি
- কিন্ডারগার্টেন - ০৩টি
- ভোকেশনাল - ০১টি
দর্শনীয় স্থান
- পীর কালাচাঁদ আউলিয়ার মাজার
- কুঠিবাড়ী নীলকুঠি ভবন
- রবার্ট মোড়লের স্মৃতিস্তম্ভ[1]
জনপ্রতিনিধি
বর্তমান মেয়রঃ এস এম মনিরুল হক (২০১৬ - )[1]
তথ্যসূত্র
- "মোড়েলগঞ্জ পৌরসভা"। morrelgonjpourasava.org। ৩১ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০।
- "মোড়েলগঞ্জ পৌরসভা"। morrelganj.bagerhat.gov.bd। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.