মোজাম্মেল হোসেন মিন্টু

মোজাম্মেল হোসেন মিন্টু (আনু.১৯৪৫–১০ এপ্রিল ২০১০) বাংলাদেশের একজন ঔপন্যাসিক, লেখক ও নাট্যকার ছিলেন। ছোটগল্প লেখায় বিশেষ অবদানের জন্য তিনি ২০০৪ সালে বাংলা একাডেমি পুরস্কার পান।[1] তিনি বাংলাদেশ জার্নালিস্ট এন্ড রাইটার্স এসোসিয়েশন ইনক নর্থ আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন।[2]

মোজাম্মেল হোসেন মিন্টু
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু.১৯৪৫
মৃত্যু১০ এপ্রিল ২০১০)
পুরস্কারবাংলা একাডেমি পুরস্কার (২০০৪)

জীবনী

মোজাম্মেল হোসেন মিন্টু নিউইয়র্ক প্রবাসী ছিলেন। তার 'শেষ বিকেলের রোদ' উপন্যাস দিয়ে ধারাবাহিক নাটক প্রচারিত হয়েছে বিটিভিতে।

গ্রন্থ

মোজাম্মেল হোসেন মিন্টুর উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে:-[3]

  • গ্লাস হাউজ
  • অন্ধ দেবতা,
  • কাচের বাড়ি,
  • ওরা কিছু বলতে চায়,
  • সূর্যতপা,
  • দেশ কাল সমকালীর চিনতা

পুরস্কার ও সম্মাননা

মৃত্যু

মোজাম্মেল হোসেন মিন্টু ১০ এপ্রিল ২০১০ সালে নিউইয়র্কে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

  1. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৯ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২
  2. "মোজাম্মেল হোসেন মিন্টু"ঠিকানা। ১০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২
  3. "মোজাম্মেল হোসেন মিন্টু"বইবাজার.কম। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.