মোচনা ইউনিয়ন

মোচনা ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার একটি ইউনিয়ন[1][2]

মোচনা
ইউনিয়ন
১৩নং মোচনা ইউনিয়ন পরিষদ
মোচনা
মোচনা
বাংলাদেশে মোচনা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৯′১৩″ উত্তর ৮৯°৫২′৩″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগোপালগঞ্জ জেলা
উপজেলামুকসুদপুর উপজেলা 
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

প্রশাসনিক এলাকা

মোচনা ইউনিয়নের নাম মোচনা গ্রাম দিয়ে হলেও এর সকল প্রশাসনিক অফিস মোচনা ইউনিয়নের সর্ব উত্তরের গ্রাম আইকদিয়ায় অবস্থিত। মোচনা ইউনিয়নের, ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন ভূমি অফিস {তহসিল অফিস( খাপুরা ইউনিয়ন ভূমি অফিস)} আইকদিয়ায় অবস্থিত।

শিক্ষা

শিক্ষার হার :

শিক্ষা প্রতিষ্ঠানঃ ১। নওহাটা আব্দুর রহিম মোল্লা উচ্চ বিদ্যালয়। ২। আইকদিয়া আছিয়া উচ্চ বিদ্যালয়।

দর্শনীয় স্থান

  • মিয়া বাড়ী জামে মসজিদ।
  • মোচনা ইউনিয়ন পুরাতন বোর্ড অফিস (আইকদিয়া)
  • ব্রিটিশ সরকারের তৈরী মঠ (ছোট পাইকদিয়া)।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

০১। দাগু শিকদার (সাবেক চেয়ারম্যান) ০২। আবুবকর শেখ(সাবেক চেয়ারম্যান) ০৩। আঃ রাজ্জাক শিকদার(সাবেক চেয়ারম্যান)

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান- মোঃ এমদাদ হোসেন মোল্যা

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ দাগু শিকদার ৪০ বছর চেয়ারম্যান ছিলেন
০২
০৩
০৪ আবু বকর শেখ
০৫ ফারুক আহমেদ ১৯৯১ - ২০০১
০৬ আঃ রাজ্জাক সিকদার ২০০২  -  ২০১০
০৭ মোঃ দেলোয়ার হোসেন মোল্যা ২০০১১ - ২০২১

০৮

মোঃ এমদাদ হোসেন মোল্যা

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "মোচনা ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৮ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০
  2. "মুকসুদপুর উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ২৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.