মোকাম ইউনিয়ন
মোকাম বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং উপজেলার একটি ইউনিয়ন।
মোকাম | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() মোকাম ![]() ![]() মোকাম | |
স্থানাঙ্ক: ২৩°২৯′১৩″ উত্তর ৯১°৩′২৯″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | বুড়িচং উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫২০ |
জনসংখ্যা
গ্রামভিত্তিক লোকসংখ্যা ক) আবিদপুর- ৫৩৩১ জন খ) বাহিরীপাড়া- ৭৯১ জন গ) বাড়াইর- ১৬৩৮ জন ঘ) ভারিকোঠা- ৩৫০০ জন ঙ) ডুবাইরচর- ৬২৮৬ জন চ) শাহদিলার বাগ- ১২৮৮ জন ছ) চাঁনগাছা- ১৭৮৮ জন জ) ঝলম - ১৪৮ জন ঝ) কাকিয়ারচর- ২৩৯৫ জন ঞ) কেদারপুর- ৫৯৫০ জন ট) হাঁলগাও- ৫৪৩ জন ঠ) পাঁচকিত্তা- ১৬৯২ জন ড) রম্নপদ্দি- ৬৪৬ জন ঢ) পরিহলপাড়া- ২৫২৯ জন ণ) কোরপাই- ১১৪৮৬ জন ত) নয়াকামতা- ৪৭৬১ জন থ) লোধন- ৩৭২ জন দ) মনঘাটা- ১৭০৫ জন ধ) লোয়ারচর- ৭২৫ জন ন) মিথলমা- ১৬৫৮ জন প) মোকাম- ২৭২৯ জন ফ) মাধবপুর- ১১৯৫ জন ব) নিমসার- ৪১৭০ জন ভ) দুর্গাপুর- ১১১৭ জন ম) মনিপুর- ১৬১১ জন য) শিকারপুর- ৩৩৭৫ জন
ইতিহাস
মোকাম গ্রামের জমিদার হরেন্দ্র ভূইয়ার ইচ্ছা অনুযায়ী তার গ্রামের নাম অনুসারে ইউনিয়নের নাম রাখেন মোকাম।শিক্ষা,আর্থসামাজিক উন্নয়ন এবং সমাজ সংস্কারে মোকামের বিত্তবানদের অবদানের স্বীকৃতী সরূপ এ গ্রামের নামে ইউনিয়নের নাম রাখা হয় মোকাম! কুমিল্লা জেলার বুড়িচং থানার অংশ ৭ নং মোকাম ইউনিয়ন।১৯৬৩ সালে ১৫টি ইউনিয়ন নিয়ে বুড়িচং থানা একটি উন্নয়ন সার্কেল-এ রূপান্তরিত হয়। ১৯৭০ সালে এটি একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র থানা হিসাবে প্রতিষ্ঠা পায়। ১৯৭৮ সালে এই থানার ৭টি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণপাড়া নামে অপর একটি থানার সৃষ্টি হয়। অবশিষ্ট ৮টি ইউনিয়ন নিয়ে ১৫/০৪/১৯৮৩ খ্রিস্টাব্দে বুড়িচং থানা উপজেলা হিসাবে আত্মপ্রকাশ করে।
অবস্থান ও সীমানা
বুড়িচং উপজেলার সর্ব-পশ্চিমে মোকাম ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পূর্বে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন, পূর্বে ময়নামতি ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়ন, পশ্চিমে চান্দিনা পৌরসভা ও দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন এবং উত্তর-পশ্চিমে দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
মোকাম ইউনিয়ন বুড়িচং উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বুড়িচং থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৩নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৫ এর অংশ।
মোকাম ইউনিয়ন ওর্য়াড গুলো
-আবিদপুর- ১নং,
-মিথলমা, শিকারপুর-২নং,
-ভারিকোটা, বাহিরীপাড়া, লোধন- ৩নং,
-কোরপাই, নয়কামতা-৪নং,
-মনঘাটা, কাকিয়ারচর, লোয়ারচর-৫নং,
-নিমসার, মোকাম, মাধবপুর-৬নং,
-শাহদিলারবাগ, ডুবাইরচর, বাড়াইর, চাঁনগাছা, ঝলম- ৭নং,
-পরিহলপাড়া, মনিপুর, দূর্গাপুর-৮নং,
-পাঁচকিত্তা, রুপুদ্দি, হালগাঁও, কেদারপুর-৯নং,
শিক্ষা ব্যবস্থা
এই ইউনিয়নে কলেজ,সরকারি, বেসরকারি স্কুল, মেয়েদের স্কুল, মাদ্রাসা, মুক্তব সব আছে।এবং ইউনিয়ন সাথে কাবিলা একটা মেডিকেল হাসপাতাল এবং মেডিকেল কলেজ আছে।
শিক্ষা প্রতিষ্ঠান
১.নিমসার জুনাব আলী কলেজ। ২.নিমসার উচ্চ বিদ্যালয়। ৩.নিমসার গালস উচ্চ বিদ্যালয় ৪.পরিহলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৫.মনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৬. পাঁচকিত্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৬.মোকাম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স ৭. মোকাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮. ইষ্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল ৯. মিথলমা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০.
আবিদপুর হাই স্কুল এন্ড কলেজ
১১) ভারিকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২) বাড়াইর হাজী চেরাগ আলি উচ্চ বিদ্যালয়।
যোগাযোগ ব্যবস্থা
ক) নিমসার, শিকারপুর, ভারিকোঠা হইয়া কংশনাগর পাকা সড়ক। খ) কাবিলা কাজীর দোকান হইতে কাবিলা ঝলম হইয়া কংশনাগর পাকা সড়ক। গ) কাবিলা বাজার হইতে ময়নামতি বাজার পাকা সড়ক । ঘ) কোরপাই, লোয়ারচর নাগিনী জলা হইয়া আবিদপুর বাজার পর্যন্ত পাকা ও আধা পাকা সড়ক। ঙ) কোরপাই পোষ্ট অফিস হইতে মিথলমা পর্যন্ত পাকা ও কাঁচা সড়কচ) কোরপাই সাদাত জুট মিল হইতে উত্তর দিকে বরকামতা ইউনিয়ন ও দেবিদ্ধার থানা পর্যন্ত কাঁচা রাস্তাছ) কোরপাই থেকে দক্ষিণে চান্দিনা উপজেলা প্রীহর বাজার পর্যন্ত পাকা সড়ক। জ) নিমসার বাজার হইতে দক্ষিণ দিকে কেদারপুর বাজার বরুড়া উপজেলার আদম সার বাজার পর্যন্ত পাকা সড়ক। ঝ) মনিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হইতে দক্ষিণ দিকে রম্নপদ্দি হইয়া কেদারপুর বাজার পর্যন্ত পাকা ও কাঁচা সড়ক। ঞ) ডুবাইরচর নূরফিলিংস হইতে গন্ডুল হইয়া ময়নামতি বাজার পাকা ও কাঁচা সড়ক। ট) ঢাকা চট্রগ্রাম মহাসড়ক হইতে শাহদিলারবাগ হইয়া কাবিলা বাজার রোড পর্যন্ত পাকা সড়ক।। ঠ) ঢাকা চট্রগ্রাম মহাসড়ক হইতে মনিপুর উত্তর পাড়া হইয়া কাবিলা বাজার রোড পর্যন্ত । ড) ঢাকা চট্রগ্রাম মহাসড়ক হইতে মনিপুর দক্ষিণ পাড়া দিয়ে রম্নপদ্দি ও পাঁচকিত্তা রোড পর্যন্ত। ঢ) গজারিয়া হইতে ভারিকোঠা আনন্দ সাধুর বাড়ি দিয়ে ভারিকোঠা জিয়াপুর দিয়ে দেবপুর।
খাল ও নদী
মোকাম ইউনিয়নে কোন নদী নেই কিন্তু একটি খাল রয়েছে।
হাট-বাজার
১.কুমিল্লা জেলার সর্ব বৃহৎ নিমসার তরকারী বাজার আয়তন ২০ বর্গকিলোমিটার 2.কোরপাই হাট বাজার আয়তন ২ একর ৩.আবিদপুর হাট বাজার আয়তন ১ একর
দর্শনীয় স্থান
মোকাম গ্রামের দক্ষিনে শত বছরের পুরাতন দুইটি বট গাছ! এবং মোকাম গ্রামের পশ্চিমে ব্রিক ফিল্ডে নির্মিত হাইওয়ে বিশ্রামাগার! মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের পশ্চিমে,কাকিয়ারচরের উত্তরে এবং আবিদপুর এর দক্ষিণে বিশাল বিল যা নাগিনীর জলা নামে পরিচিত। এর দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার। বিলের মধ্যে অগণিত কূপ আছে যেখানে সারা বছর নানারকম মাছ মিলে। বর্ষাকালে মনে হয় বিশাল সাগর। ঢেউ এর পর ঢেউ। শীতকালে নানা রং এর সবজিতে ছেয়ে যায়। সেনাবাহিনীর প্রশিক্ষণ ও চলে শীতে।
জনপ্রতিনিধি
চেয়ারম্যান : ফজলুল হক মুন্সি (সাবেক)
বর্তমান চেয়ারম্যানঃ সাহেব আলী
গ্রাম পুলিশ
যে কোন প্রয়োজনেঃ
ক্রমিক নং | নাম | পদবী | ওয়ার্ড | মোবাইল নাম্বার |
01 | মোঃ আলী আক্কাস | দফাদার | 01732-238835 | |
02 | মোঃ আবু তাহের | ভারপ্রাপ্ত দফাদার | 09 | 01848-344761 |
03 | মোঃ আলী হোসেন | ’’ | 01 | 01759-950233 |
04 | মোঃ বাচ্চু মিয়া | ” | 02 | |
05 | মোসাঃ হাছিনা বেগম | ” | 04 | 01945-482924 |
06 | মোঃ মোখলেছুর রহমান | ” | 05 | 01821-362978 |
07 | মোঃ সেকান্দর আলী | ” | 06 | |
08 | মোঃ জসিম উদ্দিন | ” | 07 | 01860-115073 |
09 | মোঃ আবু হানিফ | ” | 08 | 01811-176920 |
আরও দেখুন
তথ্যসূত্র
mokamup.comilla.gov.bd