মোংলা উপজেলা

মোংলা উপজেলা বাংলাদেশের বাগেরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা।

মোংলা
উপজেলা
মোংলা
মোংলা
বাংলাদেশে মোংলা উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৯′১৪″ উত্তর ৮৯°৩৬′৩২″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাবাগেরহাট জেলা
আয়তন
  মোট১,৪৬১.২২ বর্গকিমি (৫৬৪.১৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট১,৭৮,৫০৩
  জনঘনত্ব১২০/বর্গকিমি (৩২০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৬৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৪০ ০১ ৫৮
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও আয়তন

মোংলা উপজেলা বাংলাদেশের দক্ষিণে অবিস্থত। এটি বাগেরহাট জেলার অন্তর্গত। এর আয়তন ১,৪৬১.২২ বর্গকিলোমিটার [2]। এই উপজেলার উত্তরে রামপাল উপজেলা, দক্ষিণে সুন্দরবনবঙ্গোপসাগর, পূর্বে মোড়েলগঞ্জ উপজেলাশরণখোলা উপজেলা, পশ্চিমে খুলনা জেলার দাকোপ উপজেলা। মংলা উপজেলায় দুটি নদী অবস্থিত পশুর ও মংলা নদী।

প্রশাসনিক এলাকা

এই উপজেলার ইউনিয়ন সমূহ -

  1. চাঁদপাই ইউনিয়ন
  2. বুড়িরডাঙ্গা ইউনিয়ন
  3. মিঠাখালী ইউনিয়ন
  4. সোনাইলতলা ইউনিয়ন
  5. সুন্দরবন ইউনিয়ন এবং
  6. চিলা ইউনিয়ন

পেশা

কৃষি:২১.৪১% জেলে:৬.২৩% কৃষি শ্রমিক:১৩.৩৯% ব্যবসা বাণিজ্য:১৫.০৯% পরিবহন:১.৯৪% চাকরি:১৬.২৭% অন্যান্য:১৩.২৬%

জনসংখ্যার উপাত্ত

মংলার জনসংখ্যা প্রায় ১৩৭৯৪৭। পুরুষ:৫৪.৭৩% নারী:৪৫.২৪% মংলা উপজেলার জনসংখ্যা ৭৭৯৯৫

ধর্মের শতকরা হার

মুসলিম:৭১.৩১% হিন্দু:২৪.৯৫% অন্য:৩১.৭৪% মসজিদ আছে ৮৪ টি, মন্দির আছে ২৯ টি, টম্ফ ২টি, গীর্জা ১১টি।

শিক্ষা

শিক্ষা ও সাক্ষরতার হার ৪২.৮০% পুরুষ ৪৯.৬% মহিলা ৩৪.২%

কলেজ ৪টি, মাধ্যমিক বিদ্যালয় ২০টি, জুনিয়র স্কুল একটি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ১টি, বেসরকারকারি প্রাথমিক বিদ্যালয় ২৯টি, মাদ্রাসা ১৮টি।

বিবিধ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে মোংলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৫
  2. Moshfequr Rahman। "Mongla Upazila"। বাংলাপিডিয়া। ৯ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.