মে মাদাম
মে মাদাম (তামিল: மே மாதம், অনুবাদ 'মে মাস') ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র যেটি পরিচালনা করেছিলেন ভেনাস বলু এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন এ আর রহমান। চলচ্চিত্রটির মুখ্য ভূমিকায় ছিলেন বিনীত এবং সোনালী কুলকার্নী। চলচ্চিত্রটির আর্ট ডাইরেকশনে ছিলেন থোট্টা থারানি।
মে মাদাম | |
---|---|
পরিচালক | বলু |
প্রযোজক | জি. ভেঙ্কাটেশ্বরন |
রচয়িতা | বলু ক্রেজি মোহন (সংলাপ) |
শ্রেষ্ঠাংশে | বিনীত সোনালী কুলকার্নী মনোরমা |
সুরকার | এ আর রহমান |
চিত্রগ্রাহক | পি সি শ্রীরাম |
সম্পাদক | বি লেনিন ভি টি বিজয়ন |
প্রযোজনা কোম্পানি | জি ভি ফিল্মস |
পরিবেশক | জি ভি ফিল্মস |
মুক্তি | ৯ সেপ্টেম্বর ১৯৯৪ |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
কাহিনীখণ্ড
সন্ধ্যা (সোনালী কুলকার্নী) একজন শিল্পপতির একমাত্র কন্যা, সন্ধ্যার পিতা সন্ধ্যার জীবন সব ক্ষেত্রেই নিয়ন্ত্রিত রাখে। সন্ধ্যা যখন বুঝতে পারে যে তার পিতা তার বিয়ে এক যুক্তরাষ্ট্র প্রবাসী পুরুষের সঙ্গে ঠিক করে রেখেছেন তখন সে পালিয়ে মাদ্রাজ (বর্তমানে চেন্নাই) তে পালিয়ে আসার সিদ্ধান্ত নেয়। সন্ধ্যার মাদ্রাজে ঈশ্বর (বিনীত) নামের একজন ফটোগ্রাফারের সাথে পরিচয় হয়, তার সাথে বন্ধুত্ব হয় এবং পরে তারা একে অপরের প্রেমে পড়ে। সিনেমার শেষের দিকে দেখায় যে তারা দুজন বিয়ে করছে।
চরিত্র
- বিনীত - ঈশ্বর
- সোনালী কুলকার্নী - সন্ধ্যা
- আর সুন্দররজন
- মনোরমা - আন্ডাল
- জনকরাজ
- কাকা রাধাকৃষ্ণান
- আনন্দ কৃষ্ণমূর্তি - কোলকাতা
- পি সি রামকৃষ্ণ - সন্ধ্যার বাবা
সঙ্গীত
মে মাদাম | ||||
---|---|---|---|---|
এ আর রহমান কর্তৃক সঙ্গীত | ||||
মুক্তির তারিখ | ১৯৯৪ | |||
শব্দধারণের সময় | পঞ্চতন রেকর্ডস ইন | |||
ঘরানা | চলচ্চিত্রসঙ্গীত | |||
দৈর্ঘ্য | ৩১:২৭ | |||
সঙ্গীত প্রকাশনী | পিরামিড সায়মিরা আদিত্য মিউজিক | |||
প্রযোজক | জি ভেঙ্কাটেশ্বরন | |||
এ আর রহমান কালক্রম | ||||
|
সঙ্গীত পরিচালনায় ছিলেন এ আর রহমান আর গীতিকার ছিলেন বৈরামুথু।[1][2]
মে মাদাম সঙ্গীত | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | গায়ক/গায়িকা | দৈর্ঘ্য |
১. | "মারগাড়ি পুভে" | শোভা শঙ্কর | ০৬ঃ১৮ |
২. | "এন মেল ভিড়ুন্দা" | পি জয়চন্দ্রন, কে. এস. চিত্রা | ০৫ঃ০৫ |
৩. | "ম্যাডরাসে সুট্টি পাক্কা পোরে" | শাহুল হামিদ, স্বর্ণলতা, জি ভি প্রকাশ এবং মনোরমা | ০৪ঃ৫১ |
৪. | "মিন্নালে" | এস পি বলসুব্রমনিয়ম | ০৫ঃ৩৭ |
৫. | "আদি পারু মাঙ্গাদা" | সুনীতা রাও, টি কে কালা এবং জি ভি প্রকাশ | ০৫ঃ০১ |
৬. | "পালাক্কাট্টু মাচানুক্কু" | জি ভি প্রকাশ, নোয়েল জেমস এবং এ আর রহমান | ০৪ঃ৩৭ |
মুক্তি এবং গ্রহণ
১৯৯৪ সালের ৯ই সেপ্টেম্বর মুক্তি পায় এই চলচ্চিত্রটি।[3] দি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার মালিনী মান্নাথ এই চলচ্চিত্রটি সম্পর্কে লিখেছিলেন, "অভিনেতা-অভিনেত্রী অতটা ভালো না হলেও, চলচ্চিত্রটি ভালোই লেগেছে।"[4] ইন্দোলিংক সাময়িকীতে লেখা হয় যে, "চলচ্চিত্রটি মূলত তার সঙ্গীতের জন্য ভালো লাগে, কাহিনী অতটা ভালো না, আবার একেবারে খারাপও না।"[5]
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭।
- http://play.raaga.com/tamil/album/May-Madham-songs-T0000094
- "May Madham"। The Indian Express। ৯ সেপ্টেম্বর ১৯৯৪। পৃষ্ঠা 4।
- Mannath, Malini (৯ সেপ্টেম্বর ১৯৯৪)। "Laugh-riot"। The Indian Express। পৃষ্ঠা 6।
- T. K., Balaji (৪ জুন ১৯৯৭)। "INDOlink Film Review: May Maadham"। Indolink Tamil। ২৮ সেপ্টে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মে মাদাম (ইংরেজি)