মেহের নেগার

মেহের নেগার এটি ২০০৫-এর একটি বাংলাদেশী চলচ্চিত্র। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি ছোট গল্প অবলম্বনে নির্মাণ করা হয় এটি।[1] ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন অভিনেত্রী মৌসুমী ও মুশফিকুর রহমান গুলজার। এটি মৌসুমী পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র প্রথমটি কখনো মেঘ কখনো বৃষ্টি (২০০৩)।[2] ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মৌসুমী এবং একজন আফগান যুবকের ভূমিকায় ফেরদৌস। এছাড়া ইরিন জামান একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।

মেহের নেগার
ডিভিডি'র মোড়ক
পরিচালকমৌসুমী
মুশফিকুর রহমান গুলজার
প্রযোজকফরিদুর রেজা সাগর
ইবনে হাসান খান (ইমপ্রেস টেলিফিল্ম)
রচয়িতাকাজী নজরুল ইসলাম (ছোট গল্প)
শ্রেষ্ঠাংশেমৌসুমী
ফেরদৌস
ইরিন জামান
প্রবীর মিত্র
রিনা খান
নাদেস্র চৌধুরী
সহিদুল আমল সাচ্চু
রেহানা জলি
সুরকারআহমেদ ইমতিয়াজ বুলবুল
ইমন সাহা
সম্পাদকশহিদুল হক
প্রযোজনা
কোম্পানি
জি- সিরিস
পরিবেশকইমপ্রেস টেলিফিল্ম
মুক্তি৪ঠা নভেম্বর ২০০৫
দৈর্ঘ্য১৪৪ মিনিট
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী সংক্ষেপ

গায়ক হওয়ার বাসনায় ওয়াজিরিস্তানের বিখ্যাত ওস্তাদের কাছে তালিম নিতে আসা এক তরুণের সাথে দেখা হয় প্রসিদ্ধ বাঈজি খুরশীদ জানের কন্যা গুলশানের, ভিন্ন গোত্রের হৃদয় দুটির পবিত্র ভালোবাসায় জন্ম হয় অমর এক প্রেমগাথার।

শ্রেষ্ঠাংশে

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.