মেহের আফরোজ শাওন

মেহের আফরোজ শাওন (জন্ম: ১২ অক্টোবর ১৯৮১) একজন বাংলাদেশি অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। তিনি বাংলাদেশী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন।[1]

মেহের আফরোজ শাওন
জন্ম (1981-10-12) ১২ অক্টোবর ১৯৮১
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ (১৯৯৬ এর ক্লাস)
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ (১৯৯৮ এর ক্লাস)
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (২০০৮ এর ক্লাস) - স্থাপত্য প্রকৌশল-এ স্নাতক
পেশাস্থাপত্য প্রকৌশলী, অভিনেত্রী, গায়িকা
কর্মজীবন১৯৯৯-বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
শ্রাবণ মেঘের দিন, আজ রবিবার
দাম্পত্য সঙ্গীহুমায়ূন আহমেদ (২০০৫-২০১২)
সন্তাননিশাদ হুমায়ূন (পুত্র)
নিনিত হুমায়ূন (পুত্র)
পিতা-মাতা
আত্মীয়লুনা রহমান (বোন)
মেহের আফরোজ শিঞ্জন (বোন)
এ. কে. গোলাম কিবরিয়া (চাচাতো ভাই)
নিশাত জামান (চাচাতো ভাই)
মুহম্মদ জাফর ইকবাল (দেবর)
আহসান হাবীব (দেবর)

জন্ম

শাওনের বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী।[2] তার মা তহুরা আলী জাতীয় সংসদের একজন সদস্য ছিলেন।[3]

কর্মজীবন

ঢাকা লিট ফেস্ট ২০১৭ এ হুমায়ূন আহমেদ সিনেমা নিয়ে আলোচনা।

নৃত্যশিল্পী হিসেবে শাওন বাংলাদেশী শিশু শিল্পীদের জন্য রিয়েলিটি টেলিভিশন প্রতিযোগিতা নতুন কুঁড়িতে বিজয়ী হন।[4] ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের নক্ষত্রের রাত ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন। অভিনয় জীবনে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত নাটক দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

চলচ্চিত্র

বছর ছবির নাম চরিত্র পরিচালক টীকা
১৯৯৯ শ্রাবণ মেঘের দিন কুসুম হুমায়ূন আহমেদ
২০০১ দুই দুয়ারী তরু হুমায়ূন আহমেদ
২০০৩ চন্দ্রকথা চন্দ্র হুমায়ূন আহমেদ
২০০৪ শ্যামল ছায়া আশা লতা হুমায়ূন আহমেদ
২০০৮ আমার আছে জল নিশাদ হুমায়ূন আহমেদ

টেলিভিশনে উপস্থিতি

অভিনীত নাটক

বছর নাটকের নাম চরিত্র পরিচালক চ্যানেল টীকা
১৯৯৯ আজ রবিবার তিতলি হুমায়ূন আহমেদ বিটিভি
১৯৯৯ সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড মিতু হুমায়ূন আহমেদ বিটিভি
২০০৪ উড়ে যায় বকপক্ষী পুষ্প হুমায়ূন আহমেদ এনটিভি

পরিচালিত নাটক

বছর নাটকের নাম নাট্যকার চ্যানেল টীকা
২০০৯ নয়া রিক্সা টিভি নাটক, ঈদ-উল-ফিতরে প্রচারিত হয়েছিলো
২০১১ স্বপ্ন ও স্বপ্নভঙ্গ হুমায়ূন আহমেদ চ্যানেল আই টিভি নাটক, পহেলা বৈশাখে প্রচারিত হয়েছিলো[5]
২০১৪ এভারেস্ট জয় চৌধুরী খায়েকুজ্জামান ঈদ-উল-ফিতরে প্রচারিত হয়েছিলো
অসময়ে চৌধুরী খায়েকুজ্জামান ঈদ-উল-ফিতরে প্রচারিত হয়েছিলো[6]
বিভ্রম হুমায়ূন আহমেদ চ্যানেল আই টিভি নাটক, ঈদ-উল-আযহায় প্রচারিত হয়েছিলো [7]

পরিচালিত চলচ্চিত্র

বছর চলচ্চিত্রের নাম প্রযোজনা
২০১৬ কৃষ্ণপক্ষ[8] ইমপ্রেস টেলিফিল্ম

পুরস্কার

তথ্যসূত্র

  1. "হুমায়ূন আহমেদ ও শাওনের বিয়ের অদেখা একটি ছবি!"Priyo News। জানুয়ারি ২৩, ২০১৫। জানুয়ারি ৫, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৯, ২০১৫
  2. "Homage to Humayun at Nuhash Palli"দ্য ডেইলি স্টার। জুলাই ২০, ২০১৩। সংগ্রহের তারিখ নভেম্বর ৯, ২০১৫
  3. "Constituency 319"। Government of Bangladesh। সংগ্রহের তারিখ নভেম্বর ৯, ২০১৫
  4. "The Daily Star Web Edition Vol. 5 Num 216"archive.thedailystar.net। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮
  5. "দুই বছর পর পরিচালনায় শাওন)"দৈনিক প্রথম আলো। এপ্রিল ১১, ২০১১। নভেম্বর ২৩, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৯, ২০১৫
  6. "দীর্ঘ বিরতির পর ফিরছেন শাওন, তাও আবার আইটেম গান দিয়ে!"Priyo News। জুলাই ৫, ২০১৪। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৯, ২০১৫
  7. "ঈদে হুমায়ূন আহমেদের নাটক ও টেলিফিল্ম"Priyo News। অক্টোবর ৫, ২০১৪। মার্চ ৩, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৯, ২০১৫
  8. "কৃষ্ণপক্ষ (উপন্যাস)"উইকিপিডিয়া। ২০২১-০৬-২৪।

বহিঃসংযোগ

    বাংলা মুভি ডেটাবেজে মেহের আফরোজ শাওন

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.