মেহেরপুর জেলা স্টেডিয়াম
মেহেরপুর জেলা স্টেডিয়াম বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম। এটি ১৯৩৯ সালে প্রস্তাবিত, ১৯৯৪ সালে নির্মিত হয়। স্টেডিয়ামটি মেহেরপুর জেলার মেহেরপুর পৌরসভার স্টেডিয়াম রোডে অবস্থিত। এই স্টেডিয়ামে বাংলাদেশের জাতীয় দিবস সমূহে কুচকাওয়াজ,[1][2] কনসার্ট[3]; জেলার বিভিন্ন ক্রীড়া বিশেষ করে ক্রিকেট,[4][5] ফুটবল,[6] ভলিবল,[7] লাঠিখেলা,[8] কাবাডি[9] ও খেলোয়াড় বাছাই[10][11] অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্যান্য সকল ক্রীড়া ভেন্যুর মতই এই স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত[12] ও জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে রয়েছে।
মেহেরপুর স্টেডিয়াম | |
![]() ![]() মেহেরপুর জেলা স্টেডিয়াম বাংলাদেশের মানচিত্রে স্টেডিয়ামের অবস্থান | |
প্রাক্তন নাম | রহমান স্টেডিয়াম (১৯৩৯-১৯৮৩) |
---|---|
অবস্থান | স্টেডিয়াম রোড, মেহেরপুর-৭১০০, মেহেরপুর জেলা, বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৩°৪৫′৫৫.৩″ উত্তর ৮৮°৩৮′০৭.১০″ পূর্ব |
মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ |
পরিচালক | মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা |
আয়তন | আয়তাকার |
উপরিভাগ | ঘাস |
স্কোরবোর্ড | নেই |
নির্মাণ | |
কপর্দকহীন মাঠ | ১৯৩৯ |
নির্মাণাধীন | ১৯৯৩-১৯৯৪ |
নির্মাণ ব্যয় | ৳ ২৫ লক্ষ ৬২ হাজার |
ভাড়াটে | |
মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন |
ইতিহাস
বর্তমান স্টেডিয়াম মাঠের জমি মোহর আলী মোক্তার ও ইন্দুভূষণ মল্লিক যৌথভাবে দান করেছেন। ১৯৩৯ সালে এই মাঠে টিনশেড দিয়ে তৎকালীন মহকুমা প্রশাসক এ, রহমানের উদ্যোগে অস্থায়ীভাবে একটি ঘর নির্মাণ করা হয় এবং এর নামকরণ হয়- রহমান স্টেডিয়াম। ১৯৮৩ সালে এই মাঠের বেষ্টনী প্রাচীর নির্মাণ করা হয়। ১৯৮৯ সালে অস্থায়ী ঘরটি ভেঙে দিয়ে সেখানে প্যাভিলিয়ন ভবন নির্মাণ করা হয়।[13][14] পরবর্তীতে ১৯৯৩-১৯৯৪ সালে ২৫ লক্ষ ৬২ হাজার টাকা ব্যয়ে বর্তমান স্টেডিয়ামের উত্তর-পূর্ব অংশের গ্যালারি নির্মাণ করা হয়।[15]
কাঠামো
স্টেডিয়ামের মাঠ আয়তাকার। মুলত ফুটবল খেলার জন্য এই মাঠের ব্যবহার শুরু হয়েছিল। [13] ক্রিকেট খেলার জন্য এই ভেন্যু উপযুক্ত নয়। স্টেডিয়ামের উত্তর পূর্বাংশ কংক্রিট নির্মিত গ্যালারি ছাড়া বাকি অংশ এখনো ফাঁকা রয়েছে। প্যাভিলিয়ন ভবনও পূর্ণাঙ্গ নয়।
আয়োজন
নিয়মিত আয়োজন
- স্টেডিয়ামটিতে প্রতিবছর বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবসে কুচকাওয়াজ, শিশু সমাবেশ এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়।[1][2][16]
- মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বিভিন্ন ফুটবল প্রতিযোগিতা, যেমন: জেলা প্রশাসক গোল্ড কাপ, [17] শেখ রাসেল স্মৃতি ফুটবল[6][18] ও জেলা পর্যায়ের ফুটবল লিগ[19] এই ভেন্যুতে নিয়মিত অনুষ্ঠিত হয়।
- জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই ভেন্যুতে জেলা পর্যায়ের ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়।[5]
ক্রিকেট প্রতিযোগিতাঃ
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যবস্থাপনায় মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২০১৪ হতে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের বয়স ভিত্তিক প্রতিযোগিতা এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে।[20][21]
ফুটবল প্রতিযোগিতাঃ
- ১৭ সেপ্টেম্বর, ২০১৮ঃ এই ভেন্যুতে মেহেরপুর জেলা পর্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব-১৭) জাতীয় গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।[22]
লাঠি খেলা
কনসার্ট
- ২৮ মে, ২০১৬ঃ এই ভেন্যুতে 'মেহেরপুর ফ্রেন্ডস-৮৭' নামক সংগঠনের আয়োজনে 'প্রাণ আপ'-এর পৃষ্ঠপোষকতায় কনসার্ট আয়োজিত হয়। হৃদয় খান এই কনসার্টের মূল শিল্পী ছিলেন।[3]
অন্যান্য ব্যবহার
খেলাধুলা, জাতীয় দিবসের কর্মসূচি ছাড়াও এই স্টেডিয়ামটি হেলিকপ্টার অবতরণ[24], জনসমাবেশ ও মেলা আয়োজনের জন্য ব্যবহার হয়েছে। উল্লেখযোগ্য ইভেন্ট গুলি হচ্ছেঃ
- ৯ জানুয়ারি, ২০১৫ঃ মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতি, মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে এই ভেন্যুতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়।[25]
- ২০ ডিসেম্বর, ২০১৬ঃ তথ্য ও গণযোগাযোগ মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের আয়োজনে ‘আমরা হব জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার’ এ প্রতিপাদ্যে এই ভেন্যুতে লার্নিং অ্যান্ড আর্নিং মেলা অনুষ্ঠিত হয়েছে।[26]
সংস্কার
২০১৫ হতে এই স্টেডিয়ামের নতুন গ্যালারি নির্মাণ, উন্নত পানি নিষ্কাশনের ব্যবস্থা, সবুজ ঘাস বসানোর জন্য স্টেডিয়ামের আধুনিকায়নে ১ কোটি ৮১ লাখ টাকার সংস্কার কাজ চলছে।[14]
তথ্যসূত্র
- "মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ প্রতিযোগীতার মহড়া"। CTG Sangbad। ২০১৯-০৭-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২।
- "মেহেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত | কালের কণ্ঠ"। Kalerkantho। ২০১৯-০৭-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২।
- "মেহেরপুর স্টেডিয়ামের কনসার্ট মাতালেন হৃদয় খান"। Kbdnews। ২০১৬-০৫-২৮। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২।
- "মেহেরপুর স্টেডিয়াম মাঠে ক্রিকেট কানিক অনুষ্ঠিত"। মেহেরপুর নিউজ। ২০১৩-০৫-১০। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২।
- "মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লীগে পিরোজপুর জনতা ক্লাব ও লাইব্রেরী জয়লাভ"। www.mujibnagarkhabor.com। ২০১৯-০৭-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২।
- "মেহেরপুরে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন"। NTV Online। ২০১৯-০৭-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২।
- "মেহেরপুর স্টেডিয়াম মাঠে ভলি লীগে ২য় পর্বের ৩য় খেলায় পিরোজপুর জনতা ক্লাব জয়লাভ"। www.mujibnagarkhabor.com। ২০১৯-০৭-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২।
- "মেহেরপুর স্টেডিয়াম মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত"। দি নিউজ। ২০১৮-০৩-২২। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২।
- "মেহেরপুর প্রথম বিভাগ কাবাডি লীগের খেলায় নিয়ন স্টার ক্রীড়াচক্র জয়ী"। মেহেরপুর নিউজ। ২০১২-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৬।
- "স্টেডিয়াম মাঠে বিভিন্ন ইভেন্টে খেলোয়াড় বাছায়"। meherpurpratidin.news। ২০১৯-০৭-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২।
- "মেহেরপুরে নতুন ফুটবল খেলোয়াড় বাছাই"। মেহেরপুর নিউজ। ২০১৯-০২-০৫। ২০১৯-০৪-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- "অবকাঠামো | অন্যান্য সকল"। জাতীয় ক্রীড়া পরিষদ। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৪।
- "মেহেরপুর জেলার খেলাধুলা ও বিনোদন"। মেহেরপুর জেলা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২।
- "থমকে আছে মেহেরপুর"। কালের কণ্ঠ। ২০১৯-০৭-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২।
- "Khulna Division | National Sports Council l Ministry of Youth and Sports"। web.archive.org। ২০১৫-০৩-২৭। Archived from the original on ২০১৫-০৩-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২।
- "মেহেরপুর স্টেডিয়ামে সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠিত"। মেহেরপুর বার্তা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- "মেহেরপুরে ফুটবল"। jugantor.com। ২০১৭-০৯-১৭। ২০১৯-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- "মেহেরপুরে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন | কালের কণ্ঠ"। Kalerkantho। ২০১৯-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- "মেহেরপুর প্রথম বিভাগ ফুটবল লীগের খেলায় ঝাওবাড়িয়া সত্য সংঘ ক্লাব জয়ী"। মেহেরপুর নিউজ। ২০১১-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- "মেহেরপুরে ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটে সরকারী বালক বিদ্যালয় জয়ী"। মেহেরপুর নিউজ। ২০১৪-০২-২৫। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- "মেহেরপুরে ক্রিকেট টুর্নামেন্টে টেকনিক্যাল স্কুল জয়ী | Daily"। dailysomoyersomikoron.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- "মেহেরপুরে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন"। dailysomoyersomikoron.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- "গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত"। HaorBarta24। ২০১৮-০৩-২৩। ২০১৯-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- "আমেরিকাও তারেক জিয়াকে ভিসা দিতে রাজি হয়নি ॥ নৌমন্ত্রী || দেশের খবর"। জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৬।
- "রংপুর ও মেহেরপুরে বাণিজ্য মেলা শুরু | কালের কণ্ঠ"। Kalerkantho। ২০১৯-০৭-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২।
- "মেলা"। কালের কণ্ঠ। ২০১৯-০৭-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১২।