মেলভিন কেলভিন

মেলভিন এলিস কেলভিন (এপ্রিল ৮, ১৯১১- জানুয়ারি ৮, ১৯৯৭)[2] ছিলেন একজন মার্কিন রসায়নবিদ। তিনি আন্ড্র্ব বেনসন এবং জেমস বেসহ্যামের সাথে মিলে কেলভিন চক্র আবিষ্কার করেন। এটির জন্য সে ১৯৬১ সালে রসায়নে নোবেল পুরস্কার পান। মেলভিন কেলভিন তার কর্ম জীবনের পাঁচ দশক ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছেন।

মেলভিন কেলভিন (১৯১১- ১৯৯৭)
১৯৬০ সালে কেলভিন
জন্ম(১৯১১-০৪-০৮)৮ এপ্রিল ১৯১১
মৃত্যু৮ জানুয়ারি ১৯৯৭(1997-01-08) (বয়স ৮৫)
বারকেলি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
নাগরিকত্বমার্কিন
মাতৃশিক্ষায়তনমিশিগান কলেজ অফ মাইনিং অ্যান্ড টেকনোলজি
ইউনিভার্সিটি অব মিনেসোটা
পরিচিতির কারণকেলভিন চক্র
পুরস্কার রসায়নে নোবেল পুরস্কার (১৯৬১)
প্রিস্টলি মেডেল
ড্যাভি মেডেল
এআইসি গোল্ড মেডেল
ন্যাশনাল মেডেল অফ সাইন্স (১৯৮৯)[1]
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন, জীববিদ্যা
প্রতিষ্ঠানসমূহম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
বারকেলি রেডিয়েশন ল্যাবরেটরি
সাইন্স অ্যাডভায়জরী কমিটি

তথ্যসূত্র

  1. National Science Foundation - The President's National Medal of Science
  2. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1098/rsbm.2007.0050, এর পরিবর্তে দয়া করে |doi=10.1098/rsbm.2007.0050 সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.