মেজবাহ আহমেদ

মেজবাহ আহমেদ (জন্ম ১১ মার্চ ১৯৯৫) একজন বাংলাদেশী দৌড়বিদ।[1] তিনি ২০১৩ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করেন।[2] তিনি বাংলাদেশের পক্ষে ২০১৬ রিও অলিম্পিকে অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করেন।

মেজবাহ আহমেদ
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাবাংলাদেশী
জন্ম (1995-03-11) ১১ মার্চ ১৯৯৫
ক্রীড়া
দেশবাংলাদেশ
ক্রীড়াঅ্যাথলেটিক্স
বিভাগ১০০ মিটার

তথ্যসূত্র

  1. "Masbah Ahmmed"IAAF (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-২০
  2. "Bangladesh at the 2013 World Championships in Athletics"IAAF (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-২০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.