মেঘা গুপ্তা

মেঘা গুপ্তা হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী এবং মডেল। তিনি বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে উপস্থিত হয়েছেন; যার মধ্যে উল্লেখযোগ্য হলো: কাব্যঞ্জলি, কুমকুম, মমতা, সি.আই.ডি., এমটিভি বিগ এফ (২য় পর্ব), ম্যায় তেরি পারছাই হুঁ। তিনি নামান শর সাথে নাচ বালিয়ে ৪-এ প্রতিযোগিতা করেন এবং উক্ত প্রতিযোগিতায় তারা রানার্স-আপ হন।[1] গুপ্তা ২০১৪ সালের আগস্টে ইয়ে হে আশিকি এবং পেয়ার তুনে কেয়া কিয়ার মতো নাটকে অভিনয় করেছেন।

মেঘা গুপ্তা
পেশাঅভিনেত্রী, অনুষ্ঠান উপস্থাপিকা
দাম্পত্য সঙ্গীআদিত্য শ্রফ (বি. ২০১০২০১৪)
সিদ্ধার্থ কর্ণিক (বি. ২০১৬)

গুপ্তা ২০১০ সালে ফেম সিনেমাসের মালিক আদিত্য শ্রফকে বিবাহ করেন,[2] কিন্তু তাদের মধ্যে ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদ ঘটে। অতঃপর ২০১৬ সালে আগস্টে, তিনি এক থা রাজা এক থী রানীর অভিনেতা সিদ্ধান্ত কর্ণিকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[3]

টেলিভিশন

নাটকচরিত্রচ্যানেলউল্লেখ
কুসুমসনি টিভি
কুমকুম - এক পেয়ারা সা বন্ধননিতি রাহুল ওয়াধওয়াস্টার প্লাস
কাব্যঞ্জলিদিশা নন্দা
মমতাসত্য শ্রীবাস্তবজি টিভি
সি.আই.ডি.দেবযানা (অবরপরিদর্শক)সনি টিভি
ম্যায় তেরি পারছায়ি হুঁআঁচল ত্যাগীইমাজিন টিভি
শসসস... কোয়ি হেস্টার ওয়ান
পারফেক্ট ব্রাইডস্টার প্লাস
নাচ বালিয়েপ্রতিযোগী (রানার্স আপ)
আহটসনি টিভি
মাত পিতাহ কে চারনো মে স্বর্গসুহানিকালারস
ইয়াহা ম্যায় ঘর ঘর খেলিড. অরুন্ধতীজি টিভি
ড্রিম গার্লআরতি রয়লাইফ ওকে
কোয়ি লট কে আয়া হেরাগিণী রাথোড়স্টার প্লাস[4]
আয়ুষ্মান ভবসামাইরাস্টার ভারত

চলচ্চিত্র

সালচলচ্চিত্রচরিত্রভাষাউল্লেখ
২০১৬ফ্যানপায়েলহিন্দি

তথ্যসূত্র

  1. IANS (২ ফেব্রুয়ারি ২০০৯)। "Shaleen Bhanot and Daljeet Kaur win Nach Baliye 4"Hindustan Times। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-২০
  2. IANS (১৬ সেপ্টেম্বর ২০১০)। "Megha Gupta to tie knot with Aditya Shroff"Sahara Samay। ২০১৬-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-২০
  3. TNN (১৯ আগস্ট ২০১৬)। "Siddhant Karnick, Megha Gupta's first picture post marriage will melt your heart"The Times of India। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৬
  4. "Sudesh Berry Enters The Show"Filmibeat। সংগ্রহের তারিখ এপ্রিল ২৮, ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.