মেক্সিকো উপসাগর

মেক্সিকো উপসাগর (স্পেনীয়: Golfo de México) হলো উত্তর আমেরিকা মহাদেশ দ্বারা বেষ্টিত একটি জলভাগ।[1] এটি একটি সামুদ্রিক অববাহিকা এবং আটলান্টিক মহাসাগরের সিমান্তবর্তী একটি উপসাগর। এর উত্তর-পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্ব দিকে দক্ষিণ যুক্তরাষ্ট্রের একটি উপকূল 'মার্কিন যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূল(Gulf Coast of the United States)' বিদ্যমান। দক্ষিণ ও দক্ষিন-পশ্চিমে কিছু মেক্সিকান প্রদেশ (তামাউলিপাস, ভেরাক্রুজ, তাবাস্কো, কাম্পেচে, ইয়ুকাআন ও কুইন্তানা রু) এবং দক্ষিণ-পূর্বে কিউবা অবস্থিত। মেক্সিকো উপসাগর প্রায় ৩০০ মিলিয়ন বছর আগে ভূত্বকীয় পাত সংস্থান তত্ত্ব নামক ঘটনা বা টেকটোনিক প্লেটের কারণে উৎপন্ন হয়। এর অববাহিকাটি ডিম্বাকৃতির এবং প্রায় ৮১০ নটিকেল মাইল বা ১,৫০০ কিলোমিটার কিংবা ৯৩০ মাইল পর্যন্ত বিস্তৃত। ভীষণ খরস্রোতা হওয়ায় বারমুডা ট্রায়াঙ্গেলে সংঘটিত বিভিন্ন জলযানের দুর্ঘটনার পেছনে এই উপসাগরের যথেষ্ট প্রভাব বিদ্যমান।

মেক্সিকো উপসাগর
Gulf of Mexico
মেক্সিকো উপসাগরের তলদেশীয় ভূপ্রকৃতি
অবস্থানআমেরিকান ভূমধ্যসাগর
স্থানাঙ্ক২৫° উত্তর ৯০° পশ্চিম
নদীর উৎসরিও গ্রান্দে, মিসিসিপি নদী
মহাসাগর/সমুদ্রের উৎসআটলান্টিক মহাসাগর, ক্যারিবীয় সাগর
অববাহিকার দেশসমূহমার্কিন যুক্তরাষ্ট্র
মেক্সিকো
কিউবা
সর্বাধিক প্রস্থ১,৫০০ কিমি (৯৩২.০৬ মা)
পৃষ্ঠতল অঞ্চল১৫,৫০,০০০ কিমি (৬,০০,০০০ মা)
জনবসতিHouston, New Orleans, Tampa, হাভানা

তথ্যসূত্র

  1. "Gulf of Mexico"Geographic Names Information System। জানুয়ারি ১, ২০০০। সংগ্রহের তারিখ জুলাই ৮, ২০১০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.