মৃত সাগরের পাণ্ডুলিপি
মৃত সাগর পাণ্ডুলিপি, বিশেষার্থে, কুমরান গুহা পাণ্ডুলিপি, ১৯৪৬/৪৭ ও ২০১৭ সালে ১২টি গুহায় আবিষ্কৃত ৯৮১টি পাণ্ডুলিপির সংগ্রহ যা হেলেনীয় আমলের ইহুদি বসতি খিরবেত কুমরানের সংলগ্নে পাওয়া যায় পূর্ব ইহুদি মরুভুমিতে। ধারণা করা হয় ৩য় খ্রিষ্টপূর্ব থেকে ১ম খ্রিষ্টাব্দের মধ্যে এর প্রস্তুতকাল[1]।
তথ্যসূত্র
- "Digital Dead Sea Scrolls at the Israel Museum, Jerusalem - Nature and Significance"। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-০১।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.