মৃত্যুঞ্জয় প্রসাদ গুহ
মৃত্যুঞ্জয় প্রসাদ গুহ (২৬ আগস্ট ১৯১৯ - ২৬ জুন ২০১২) ছিলেন একজন ভারতীয় পণ্ডিত, শিক্ষাবিদ। তিনি তার লেখা আকাশ ও পৃথিবী গ্রন্থের জন্য পরিচিত লাভ করেন। যার জন্য তিনি ১৯৬৪ সালে রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন।
মৃত্যুঞ্জয় প্রসাদ গুহ | |
---|---|
![]() | |
জন্ম | |
মৃত্যু | ২৬ জুন ২০১২ ৯২) | (বয়স
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অধ্যাপক ও এইচ ও ডি রসায়ন, আর.জি. কর মেডিকেল কলেজ, কলকাতা |
পুরস্কার | রবীন্দ্র পুরস্কার ১৯৬৪ |
শৈশবকাল ও পড়ালেখা
মৃত্যুঞ্জয় তৎকালীন ভারতের ময়মনসিংহে (অধুনা বাংলাদেশ) এক বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
তিনি রাজশাহী কলেজ থেকে মাধ্যমিক ও আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করেন (১৯৩৪-১৯৩৮)। পরে তিনি প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর অর্জন করেন (১৯৩৮-৪০)।
উল্লেখযোগ্য লেখা
- বিজনানের বিচিত্রা বার্তা, যার জন্য ভারতের সরকার থেকে ইউনেস্কোর পুরস্কার পেয়েছিলেন ১৯৬৯ সালে ।
- সাগর প্রাণিদের কথা
- আকাশ ও পৃথিবী [1]
- সোনার বাংলা তোমায় ভালবাসি
- স্তন্যপায়ী প্রণীদের কথা [2]
- আলোর ঝর্ণা [3]
- অপরূপ রূপকথা [4]
- দেশ বিদেশের রূপকথা এবং উপকথা
- চলো যাই চন্দ্র দেশে [5][6]
- জীবের ক্রামবিকাশ [7]
- পেট্রোলিয়াম
- অন দ্য কনস্টিটিউসন অফ সাম অক্মাইড অফ শৌলপূর (ইংরেজি) [8]
পুরস্কার ও সম্মাননা
- বিএসসি (সম্মান) রসায়ন, রাজশাহী কলেজ, ১৯৩৮
- এম.এসসি (প্রথম শ্রেণি) তৃতীয় স্থান, কলকাতা বিশ্ববিদ্যালয়, ১৯৪০
- কানিংহাম স্মৃতি পুরস্কার, প্রেসিডেন্সি কলেজ, কলকাতা ১৯৪০
- গ্রিফিথ স্মৃতি পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়, ১৯৫২
- পিএইচডি, কলকাতা বিশ্ববিদ্যালয়, ১৯৫৫
- রবীন্দ্র পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকার , ১৯৬৪
- বিজননার বিচিত্রা বার্তা পাণ্ডুলিপির জন্য বাংলা ভাষায় ইউনেস্কোর পুরস্কার, ১৯৬৯
- শিশু সাহিত্য রাষ্ট্রীয় পুরস্কার, ১৯৭০
- ইলা চন্দ স্মৃতি পুরস্কার (বঙ্গিয়া বিজনন পরিষদ)
- কিশোর জ্ঞান বিজ্ঞান পুরস্কার, ১৯৯৩
- টি.এম. দাশ ফাউন্ডেশন পুরস্কার, ২০০২
তথ্যসূত্র
- মৃত্যুঞ্জয় প্রসাদ গুহ (১৯৬২)। আকাশ ও পৃথিবী। ইন্ডিয়ান পাবলিশিং হাউস। পৃষ্ঠা ৩২৬। এলসিসিএন sa64000860।
- মৃত্যুঞ্জয় প্রসাদ গুহ। স্তন্যপায়ী প্রণীদের কথা। ইন্ডিয়ান পাবলিশিং হাউস। পৃষ্ঠা ৪০৪। আইএসবিএন 81-88856-46-0।
- মৃত্যুঞ্জয় প্রসাদ গুহ। আলোর ঝর্ণা। ইন্ডিয়ান পাবলিশিং হাউস। পৃষ্ঠা ৩৬০। আইএসবিএন 81-88856-13-4।
- মৃত্যুঞ্জয় প্রসাদ গুহ (২০০৭)। অপরূপ রূপকথা। ইন্ডিয়ান পাবলিশিং হাউস। পৃষ্ঠা ২২৮। আইএসবিএন 81-88856-44-4। ২৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
- "Digital Library of India - Book Listing - Chalo Jai Chander Deshe" (2nd সংস্করণ)।
- "National Library, Ministry of Culture, Govt. of India"।
- "Digital Library of India - Book Listing - Jiber Kramabikash"।
- "Digital Library of India - Abstract - On The Constitution Of Some Oxyacids Of Sulphur" (পিডিএফ)। ৫ মে ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.