মুনির নানুতুবি
মুহাম্মদ মুনির নানুতুবি (উর্দু : محمد منیر نانوتوی) একজন ভারতীয় ইসলামি পণ্ডিত, সুন্নি হানাফি আলেম। তিনি দারুল উলুম দেওবন্দের ৭ম আচার্য ছিলেন। [1][2][3][4]
হযরত মুনির নানুতুবি | |
---|---|
محمد منیر نانوتوی | |
৭ম আচার্য, দারুল উলুম দেওবন্দ | |
অফিসে ১৮৯৪ – ১৮৯৫ | |
পূর্বসূরী | হাজী ফজল হক |
উত্তরসূরী | হাফেজ মুহাম্মদ আহমদ |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১৮৩১ নানুতুয়া, ব্রিটিশ ভারত |
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | ব্রিটিশ ভারতীয় |
পিতামাতা |
|
যুগ | আধুনিক |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
প্রধান আগ্রহ | ইসলামি আন্দোলন, কুরআন-হাদীস চর্চা |
উল্লেখযোগ্য কাজ | সিরাজুস সালেকীন |
যেখানের শিক্ষার্থী | দিল্লী কলেজ |
ঊর্ধ্বতন পদ | |
যার দ্বারা প্রভাবিত
|
দেওবন্দি আন্দোলন |
---|
সিরিজের অংশ |
|
জীবনী
তিনি ছিলেন বিখ্যাত লেখক মাওলানা মুহাম্মদ আহসান নানুতুবি ও মাওলানা মুহাম্মদ মাজহারের ছোট ভাই। তিনি উত্তর প্রদেশের নানুতুয়ায় ১৮৩১ সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রাথমিক শিক্ষা তাঁর পিতা হাফিজ লুৎফ আলীর কাছ থেকে পেয়েছিলেন এবং তারপরে দিল্লি কলেজে ভর্তি হন, সেখানে তিনি মাওলানা মামলুক আলী নানুতুবি, মুফতি সদরউদ্দিন আজুরদা এবং শাহ আবদুল গণি দেহেলভীর কাছ থেকে একাডেমিক শিক্ষা অর্জন করেছিলেন।
মুহাম্মদ মুনির ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে সক্রিয় যোদ্ধা ছিলেন। তিনি শামলির যুদ্ধে অন্য প্রবীণদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছিলেন। এই যুদ্ধের পরে তিনি আত্মগোপনে চলে যান। সাধারণ ক্ষমা ঘোষণার পরে তিনি তার বড় ভাই মাওলানা মুহাম্মদ আহসানের নিকটে বেরিলিতে চলে যান এবং ১৮৬১ সালে বেরিলি কলেজে চাকরি পেয়েছিলেন। পেনশন না পাওয়া পর্যন্ত তিনি বেরেলিতে অবস্থান করেন। বেরিলিতে এই অবস্থানকালে তিনি তার ভাই, মাওলানা মুহাম্মদ আহসানের প্রেস, মাতবা-ই সিদ্দিক, বেরিলির ম্যানেজার হিসেবেও কাজ করেছিলেন।
তিনি ইমাম গাজ্জালির বই মিনহাজুল আবিদীনকে সিরাজুস সালিকিন শিরোনামে উর্দুতে অনুবাদ করেছেন যা মাতবা-ই সিদ্দিক থেকে ১৮৬৪ সালে প্রকাশিত হয়েছিল। তাঁর অন্যান্য কাজের মধ্যে রয়েছে ফওয়ায়েদে গারিবা যা তাসাউফের সমস্যা নিয়ে লেখা হয়েছে। [1][2][3]
তথ্যসূত্র
- "Arbab-e-Ihtemam (Vice Chancellors) Page One"। www.darululoom-deoband.com। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১২।
- সৈয়দ মাহবুব রিজভি। "আরবাব-ই-এহতেমাম"। হিস্টোরি অব দ্য দার আল-উলুম দেওবন্দ (২য় খণ্ড) (পিডিএফ)। অধ্যাপক মুরতাজ হুসাইন এফ. কুরাইশী কর্তৃক অনূদিত (১৯৮১ সংস্করণ)। ইদারা-ই-এহতেমাম, দারুল উলুম দেওবন্দ। পৃষ্ঠা ১৬৪-১৭৩। সংগ্রহের তারিখ ৯ মে ২০২০।
- "Hazrat Maulana Munir Nanautawi"। dud.edu.in। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১২।
- আজীজ, হাসান (২০২২)। বিস্মৃত মনীষা: দারুল উলুম দেওবন্দের বিস্মৃত মনীষীদের জীবনালেখ্য। ঢাকা: পুনরায় প্রকাশন। পৃষ্ঠা ৪৮–৫১।
বহিঃসংযোগ
- দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল ওয়েবসাইট