মুহাম্মদ মাহমুদ আলম
মুহাম্মদ মাহমুদ আলম এসজে (উর্দু: محمد محمود عالم); ৬ জুলাই ১৯৩৫ – ১৮ মার্চ ২০১৩) ছিলেন[3] পাকিস্তান বিমানবাহিনীর একজন বৈমানিক। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তিনি ভারতীয় বিমানবাহিনীর নয়টি যুদ্ধবিমানকে ভূপাতিত করেন। তিনি ১৯৬৫ সালের ৭ই সেপ্টেম্বরে
মুহাম্মদ মাহমুদ আলম সিতারা-ই-জুরাত | |
---|---|
![]() ২০১০ সালে মুহাম্মদ মাহমুদ আলম | |
স্থানীয় নাম | محمد محمود عالم |
ডাকনাম | লিটল ড্রাগন |
জন্ম | কলকাতা, ব্রিটিশ ভারত | ৬ জুলাই ১৯৩৫
মৃত্যু | ১৮ মার্চ ২০১৩ ৭৭) করাচি, পাকিস্তান | (বয়স
আনুগত্য | ![]() |
সার্ভিস/ | ![]() |
কার্যকাল | ১৯৬০-১৯৮২ |
পদমর্যাদা | ![]() |
ইউনিট | ১১ নং স্কোয়াড্রন এরোস (১৯৬৫)[1] ৫ নং স্কোয়াড্রন ফ্যালকন |
যুদ্ধ/সংগ্রাম | ১৯৬৫ সালে্র ইন্দো-পাক যুদ্ধ সোভিয়েত-আফগান যুদ্ধ |
পুরস্কার | সিতারা-ই-জুরাত এবং মেডেল বার[2] |
পাঁচটি ভারতীয় হকার হান্টার জঙ্গি বিমানকে ভূপাতিত করেন।[4] পাকিস্তানি নথি অনুযায়ী তিনি ছিলেন এফ-৮৬ সাব্রে বিমানের সেরা চালকদেরঅন্যতম এবং তিনি পাকিস্তান বিমানবাহিনীর একজন বিগ্রেডিয়ার জেনারেল ছিলেন। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য তাকে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সামরিক পদক সিতারা-ই-জুরাত এবং স্বর্ণপদকে ভূষিত করা হয়।
প্রাথমিক জীবন
মাহমুদ আলম ১৯৩৫ সালের ৬ জুলাই ব্রিটিশ ভারতের কলকাতায় একটি শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলায় জন্মগ্রহণ ও বেড়ে ওঠার কারণে মাহমুদ আলম বাংলা ভাষায় খুবই পারদর্শী ছিলেন। যদিও, তার পিতা ছিলেন ভারতের বিহার অঞ্চলের উর্দুভাষী বিহারী। তার পূর্বপুরুষেরা বহুকাল পূর্বে পাটনা থেকে বাংলায় অভিবাসিত হন।[5] ১৯৪৭ সালে পাকিস্তান গঠনের পরে তার পরিবার কলকাতা হতে পূর্ব বাংলায় অভিবাসিত হয়, যা পরবর্তীতে পূর্ব পাকিস্তান নামধারণ করে।[5] পূর্ব পাকিস্তানের ঢাকার একটি সরকারি উচ্চ বিদ্যালয় হতে ১৯৫১ সালে আলম তার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি ১৯৫২ সালে পাকিস্তান বিমানবাহিনীতে যোগদান করেন এবং ১৯৫৩ সালের ২ অক্টোবর তারিখে কমিশন প্রাপ্ত হন।[6]
পাকিস্তান বিমানবাহিনীতে সেবা প্রদান
মৃত্যু
তিনি ২০১৩ সালে মারা যান।
তথ্যসূত্র
- "Events – M M Alam's F-86"। Pakistan: Pakistan Air Force (official website)। ১৩ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১০।
- Singh, Pushpindar; Rikhye, Ravi; Steinemann, Peter (১৯৯১)। Fiza'ya: psyche of the Pakistan Air Force। Society for Aerospace Studies। পৃষ্ঠা 28, 31। আইএসবিএন 9788170020387।
- Dawn Newspaper
- Werrell, Kenneth P. (২০০৫)। Sabres Over MiG Alley: The F-86 and the Battle for Air Superiority in Korea (illustrated সংস্করণ)। Naval Institute Press। পৃষ্ঠা 233। আইএসবিএন 9781591149330।
- "Knowing MM Alam"। The Nation। ৬ সেপ্টেম্বর ২০১৩। ৮ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৪।
- Iconic war veteran MM Alam passes away ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ মার্চ ২০১৩ তারিখে, The News International. Retrieved on 19 March 2013.
আরো পড়ুন
- History of PAF – Government of Pakistan
- "Laying the Sargodha Ghost to rest." Vayu Aerospace Review. November 1985