মুহাম্মদ মাহমুদ আলম

মুহাম্মদ মাহমুদ আলম এসজে (উর্দু: محمد محمود عالم); ৬ জুলাই ১৯৩৫ – ১৮ মার্চ ২০১৩) ছিলেন[3] পাকিস্তান বিমানবাহিনীর একজন বৈমানিক। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তিনি ভারতীয় বিমানবাহিনীর নয়টি যুদ্ধবিমানকে ভূপাতিত করেন। তিনি ১৯৬৫ সালের ৭ই সেপ্টেম্বরে

মুহাম্মদ মাহমুদ আলম
সিতারা-ই-জুরাত
২০১০ সালে মুহাম্মদ মাহমুদ আলম
স্থানীয় নাম
محمد محمود عالم
ডাকনামলিটল ড্রাগন
জন্ম(১৯৩৫-০৭-০৬)৬ জুলাই ১৯৩৫
কলকাতা, ব্রিটিশ ভারত
মৃত্যু১৮ মার্চ ২০১৩(2013-03-18) (বয়স ৭৭)
করাচি, পাকিস্তান
আনুগত্য পাকিস্তান
সার্ভিস/শাখা পাকিস্তান বিমানবাহিনী
কার্যকাল১৯৬০-১৯৮২
পদমর্যাদা এয়ার কমোডোর (বিগ্রেডিয়ার জেনারেল)
ইউনিট১১ নং স্কোয়াড্রন এরোস (১৯৬৫)[1]
৫ নং স্কোয়াড্রন ফ্যালকন
যুদ্ধ/সংগ্রাম১৯৬৫ সালে্র ইন্দো-পাক যুদ্ধ
সোভিয়েত-আফগান যুদ্ধ
পুরস্কারসিতারা-ই-জুরাত এবং মেডেল বার[2]

পাঁচটি ভারতীয় হকার হান্টার জঙ্গি বিমানকে ভূপাতিত করেন।[4] পাকিস্তানি নথি অনুযায়ী তিনি ছিলেন এফ-৮৬ সাব্রে বিমানের সেরা চালকদেরঅন্যতম এবং তিনি পাকিস্তান বিমানবাহিনীর একজন বিগ্রেডিয়ার জেনারেল ছিলেন। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য তাকে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সামরিক পদক সিতারা-ই-জুরাত এবং স্বর্ণপদকে ভূষিত করা হয়।

প্রাথমিক জীবন

মাহমুদ আলম ১৯৩৫ সালের ৬ জুলাই ব্রিটিশ ভারতের কলকাতায় একটি শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলায় জন্মগ্রহণ ও বেড়ে ওঠার কারণে মাহমুদ আলম বাংলা ভাষায় খুবই পারদর্শী ছিলেন। যদিও, তার পিতা ছিলেন ভারতের বিহার অঞ্চলের উর্দুভাষী বিহারী। তার পূর্বপুরুষেরা বহুকাল পূর্বে পাটনা থেকে বাংলায় অভিবাসিত হন।[5] ১৯৪৭ সালে পাকিস্তান গঠনের পরে তার পরিবার কলকাতা হতে পূর্ব বাংলায় অভিবাসিত হয়, যা পরবর্তীতে পূর্ব পাকিস্তান নামধারণ করে।[5] পূর্ব পাকিস্তানের ঢাকার একটি সরকারি উচ্চ বিদ্যালয় হতে ১৯৫১ সালে আলম তার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি ১৯৫২ সালে পাকিস্তান বিমানবাহিনীতে যোগদান করেন এবং ১৯৫৩ সালের ২ অক্টোবর তারিখে কমিশন প্রাপ্ত হন।[6]

পাকিস্তান বিমানবাহিনীতে সেবা প্রদান

মৃত্যু

তিনি ২০১৩ সালে মারা যান।

তথ্যসূত্র

  1. "Events – M M Alam's F-86"। Pakistan: Pakistan Air Force (official website)। ১৩ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১০
  2. Singh, Pushpindar; Rikhye, Ravi; Steinemann, Peter (১৯৯১)। Fiza'ya: psyche of the Pakistan Air Force। Society for Aerospace Studies। পৃষ্ঠা 28, 31। আইএসবিএন 9788170020387।
  3. Dawn Newspaper
  4. Werrell, Kenneth P. (২০০৫)। Sabres Over MiG Alley: The F-86 and the Battle for Air Superiority in Korea (illustrated সংস্করণ)। Naval Institute Press। পৃষ্ঠা 233। আইএসবিএন 9781591149330।
  5. "Knowing MM Alam"The Nation। ৬ সেপ্টেম্বর ২০১৩। ৮ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৪
  6. Iconic war veteran MM Alam passes away ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ মার্চ ২০১৩ তারিখে, The News International. Retrieved on 19 March 2013.

আরো পড়ুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.