মুসনাদ আত-তায়ালিসি

মুসনাদ আত-তায়ালিসি, বা মুসনাদ আবি দাউদ আত-তায়ালিসি (আরবি: مسند أبي داود الطيالسي ; ইংরেজি : Munas Abi Dawood At-tayalisi) হল একটি প্রাচীন হাদিস -এর বই । এটি সংকলন করেন ইমাম আবু দাউদ আত-তায়ালিসি (সুলাইমান ইবনে দাউদ, ১৩৩ হিঃ/৭৫০-১ খ্রিঃ ? - রাবি ২০৪ হিঃ/ viii - ix.৮১৯ খ্রিঃ ?) [1]

মুসনাদ আত-তায়ালিসি
লেখকআবু দাউদ আত-তায়ালিসি
মূল শিরোনামمسند أبي داود الطيالسي
ভাষাআরবি
ধরনহাদিস সংকলন

বর্ণনা

বইটিতে মাকতাবা শামিলা অনুসারে প্রায় তিন হাজার (৩০০০) হাদিস রয়েছে । এটি প্রাচীনতম মুসনাদগুলির মধ্যে একটি (পূর্ণাঙ্গ ইসনাদ সহ একটি হাদীস বই, যা সাহাবি দ্বারাও সংগঠিত) রচিত । বইটি হিজরি দ্বিতীয় শতাব্দীতে রচিত। এটি হাদিসের সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ সহিহাইন তথা সহিহ বুখারিসহিহ মুসলিম-এর পূর্বে লিখিত। মুসনাদ (مسند) হল হাদিসের সংকলন যা বর্ণনাকারীদের দ্বারা শ্রেণিবদ্ধ করা হয়েছে, সুতরাং সাহাবি (নবি মুহাম্মদের সঙ্গী) দ্বারাও । দেখে মনে হয় যে সংগ্রহটি সরাসরি ইমাম তায়ালিসির কাজ নয়, বরং তার শিষ্য ইউনূস ইবনে হাবিবকে তিনি যা শিখিয়েছিলেন তার থেকে এটি সংকলিত হয়েছিল । [2]

প্রকাশনা

বিশ্বের অনেক প্রকাশনা প্রতিষ্ঠান বইটি প্রকাশ করেছে:

  • মুসনাদ আবি দাউদ আত-তায়ালিসি কমেন্টারি - কৃত: সুলাইমান ইবনে দাউদ তায়ালিসি: প্রকাশনায়: abebooks | UK [3][4][5]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Abu Dawood Al-Tayalisi"www.arabnews.com। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১৯
  2. "Musnad Abi Dawud at-Tayalissi - harakat"www.abc.se। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১৯
  3. Musnad Abi Dawud al-Tayalisiwww.abebooks.co.uk। ১৯৯৯। আইএসবিএন 9789772561971। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১৯
  4. Musnad Abi Dawud al-Tayalisi। ১৯৯৯। আইএসবিএন 978-9772561971।
  5. Manhaj al-Imam Abi Daud al-Tiyalisi fi musnadihi : dirasah tahliliyah naqdiyah.ওসিএলসি 957321947


    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.