মুম্বই মিরর

মুম্বাই মিরর একটি হল মুম্বাই শহরের ইংরেজি ভাষার কমপ্যাক্ট সংবাদপত্র, [1] যার দৈনিক প্রচলন আনুমানিক ৭০০,০০০ কপি। [2] এর প্রথম সংখ্যাটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক টাইমস গ্রুপ দ্বারা ৩০ শে মে ২০০৫ এ প্রকাশিত হয়েছিল।

মুম্বই মিরর
ধরনদৈনিক
ফরম্যাটকমপ্যাক্ট সংবাদপত্র
মালিকবেনেট, কোলম্যান এবং কোং লিমিটেড
প্রকাশকদ্য টাইমস গ্রুপ
প্রতিষ্ঠাকাল২০০৫ (2005)
রাজনৈতিক মতাদর্শমধ্য-বামপন্হী
ভাষাইংরেজি
প্রচলন৭০০,০০০+
ওয়েবসাইটwww.mumbaimirror.com

এই সংবাদপত্র চালু করা হয় ভারতের গেটওয়েতে বিলাসরাও দেশমুখ, তৎকালীন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বচ্চনের উপস্থিতিতে এক বিশাল অনুষ্ঠানে ২৯ মে ২০০৫ সালে।

হিন্দুস্তান টাইমস এবং ডিএনএ (জি নিউজ) মুম্বাইয়ের বাজারে প্রবেশের পরিকল্পনা ঘোষণার পর মুম্বই মিরর টাইমস গ্রুপ কর্তৃক চালু করা হয়েছিল। টাইমস অফ ইন্ডিয়া, বোম্বাই টাইমস এবং রেডিও মির্চির মতো নিজস্ব ভগিনী মিডিয়া নেটওয়ার্কগুলিতে মুম্বই মিরর বিজ্ঞাপন ও প্রচারিত করেছিল। মুম্বাই মিররের এখন পুনে, আহমেদাবাদ এবং ব্যাঙ্গালুরুতে ভগিনী সংস্করণ রয়েছে।

উচ্চপদস্থ কর্মচারী

নাম উপাধি
সতীশ নন্দগাঁওকার সম্পাদক
পঙ্কজ উপাধ্যায় আবাসিক সম্পাদক
অমিত খোসলা জাতীয় শিল্প পরিচালক
বিশ্বাস কুলকারনী ফিচার সম্পাদক

আরো দেখুন

  • মিরর বাজ

তথ্যসূত্র

  1. K. Rama Moahana Rao (২০১১)। Services Marketing। Pearson Education India। পৃষ্ঠা 87–। আইএসবিএন 978-81-317-3225-0।
  2. "Mumbai Mirror Circulation"। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.