মুন্দ্রা অতি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র

মুন্দ্রা অতি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র বা মুন্দ্রা আল্ট্রা মেগা পাওয়ার প্রজেক্ট বা মুন্দ্রা ইউএমপিপি হল ভারতের গুজরাতের কচ্ছ জেলার মুন্দ্রা তালুকায় একটি বিটুমিনাস কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এটি ভারতের তৃতীয় বৃহত্তম পরিচালনাগত বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা মূলত ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়। বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় জলের উত্স হল কচ্ছ উপসাগর। বিদ্যুৎ কেন্দ্রটি টাটা পাওয়ারের মালিকানাধীন।[1]

মুন্দ্রা অতি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র
দেশভারত
অবস্থানমুন্দ্রা, কচ্ছ জেলা, গুজরাত
স্থানাঙ্ক২২°৪৯′২০″ উত্তর ৬৯°৩১′৫৬″ পূর্ব
অবস্থাসক্রিয়
নির্মাণ শুরু২০০৭
কমিশনের তারিখ২০১২-২০১৩
মালিকটাটা পাওয়ার
পরিচালককোস্টাল গুজরাট পাওয়ার লিমিটেড
তাপ বিদ্যুৎ কেন্দ্র
প্রধান জ্বালানিসাববিটুমিনাস কয়লা
বিদ্যুৎ উৎপাদন
কর্মক্ষম একক৫ × ৮০০ এমডব্লিউ
তৈরি  মডেলতোশিবা, ডুসান
নামফলক ধারণক্ষমতা৪,০০০ এমডব্লিউ

ক্ষমতা

বিদ্যুৎ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৪,০০০ মেগাওয়াট। বিদ্যুৎ কেন্দ্রে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ৫ টি ইউনিট রয়েছে।

পর্যায়ইউনিট সংখ্যাবিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা
(মেগাওয়াট)
কমিশনিং-এর তারিখ
১ম১০৮০০মার্চ, ২০১২[2]
২য়২০৮০০জুলাই, ২০১২[3]
৩য়৩০৮০০অক্টোবর ২০১২[4]
৪র্থ৪০৮০০জানুয়ারি, ২০১৩[5]
৫ম৫০৮০০মার্চ, ২০১৩[6]
মোটপাঁচ৪,০০০

প্রযুক্তি

বিদ্যুৎ কেন্দ্রটি সুপার-ক্রিটিকাল বয়লার প্রযুক্তি ব্যবহার করে। ভারতের অন্যান্য সাব-ক্রিটিকাল বিদ্যুৎ কেন্দ্রের তুলনায়, মুন্দ্রা ইউএমপিপি একই পরিমাণ বিদ্যুৎ উত্পাদন করার জন্য প্রতি বছর ১.৭ মিলিয়ন টন কম কয়লা ব্যবহার করবে।[4] বিদ্যুৎ কেন্দ্রের বয়লারগুলি ডুসান দ্বারা ও টারবাইনগুলি তোশিবা দ্বারা সরবরাহ করা হয়।

ক্রেতা

টাটা পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের ৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রির জন্য একটি বিদ্যুৎ ক্রয় চুক্তিতে প্রবেশ করেছে।[7]

রাজ্যচুক্তিবদ্ধ বিদ্যুতের পরিমাণ
(মেগাওয়াট)
গুজরাত১,৮০৫
মহারাষ্ট্র৭৬০
পাঞ্জাব৪৭৫
রাজস্থান৩৮০
হরিয়ানা৩৮০
নন-পিপিএ২০০
মোট৪০০

তথ্যসূত্র

  1. "Coastal Gujarat Power Ltd (CGPL)"Tata Power। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১২
  2. "Tata Power commissions Mundra UMPP's first 800 MW unit"Business Standard। Press Trust of India। ২০১২-০৩-০৯। সংগ্রহের তারিখ ২০১৩-০১-০৯
  3. Shankar Subramaniam। "Business Line : Companies News : Tata Power's Mundra plant Unit II becomes operational"Business Line। সংগ্রহের তারিখ ২০১৩-০১-০৯
  4. "Tata Power synchronises third 800 MW unit at Mundra UMPP - PTI"। Moneycontrol.com। সংগ্রহের তারিখ ২০১৩-০১-০৯
  5. Vora, Rutam (৭ জানুয়ারি ২০১৩)। "Tata Power synchronises unit 4 of Mundra UMPP"Business Standard। সংগ্রহের তারিখ ২০১৩-০১-০৯
  6. "Tata Power commissions Mundra UMPP 5th unit"
  7. "Tata Power sees Rs 3,000 crore equity erosion in Mundra UMPP project: Sources - Economic Times"The Economic Times। Press Trust of India। ২০১২-১০-০৭। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.