মুদালভান

মুদালভান (তামিল: முதல்வன், অনুবাদ 'মুখ্যমন্ত্রী') হচ্ছে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র। চলচ্চিত্রটি রচনা, প্রযোজনা এবং পরিচলনা করেছিলেন এস. শঙ্কর। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অর্জুন সারজা, মনীষা কৈরালা এবং রঘুবরণ অভিনয় করেন এছাড়াও ছিলেন মণিভন্নন, বিজয়কুমার এবং হানিফা। এ আর রহমান ছিলেন চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক (তিনি এই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তামিল জিতেছিলেন), চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কে ভি আনন্দ এবং সুজাতা সংলাপ লিখেছিলেন।[4] অভিনেতা অর্জুন সারজা এই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন।

মুদালভান
ডিভিডি প্রচ্ছদ
পরিচালকএস. শঙ্কর
প্রযোজকএস. শঙ্কর
আর মদেশ
রচয়িতাসুজাতা রঙ্গরজন (সংলাপ)
চিত্রনাট্যকারএস শঙ্কর
কাহিনিকারএস শঙ্কর
আর মদেশ (কৃতিত্ব দেয়া হয়নি)
শ্রেষ্ঠাংশেঅর্জুন সারজা
মনীষা কৈরালা
রঘুবরণ
লায়লা
অরুণ কৃষ্ণ
সুরকারএ আর রহমান
চিত্রগ্রাহককে ভি আনন্দ
সম্পাদকবি লেনিন
ভি টি বিজয়
প্রযোজনা
কোম্পানি
এস পিকচার্স
মুক্তি
  •  নভেম্বর ১৯৯৯ (1999-11-07)

  •  নভেম্বর ১৯৯৯ (1999-11-09)
(তেলুগু ডাবকৃত সংস্করণ)[1]
দৈর্ঘ্য১৭৮ মিনিট[2]
দেশভারত
ভাষাতামিল
আয় ৫০ কোটি (US$ ৬.১১ মিলিয়ন)[3]

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার নেওয়া এক সাংবাদিক যে একদিনের জন্য নিজেই মুখ্যমন্ত্রী হয় এবং অনেক ঝামেলার সামাল দেয় - এটিই চলচ্চিত্রের মূল কাহিনী। ১৯৯৯ সালের ৭ই নভেম্বর মুদালভান মুক্তি পায় দীপাবলি উৎসবের সময়। ১৯৯৯ সালের অন্যতম জনপ্রিয় এই চলচ্চিত্রটি বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে ১০০ দিনেরও বেশি সময় ধরে প্রদর্শিত হয়েছিলো। হিন্দি চলচ্চিত্র অভিনেতা অনিল কাপুরকে অর্জুন সারজার মত একই রকম চরিত্রে অভিনয় করিয়ে 'নায়ক' নামের একটি হিন্দি চলচ্চিত্র বের করা হয় যেটি ২০০১ সালে মুক্তি পায়।

অভিনয়ে

  • অর্জুন সারজা - পুগাড়েন্দি পুগাড়
  • মনীষা কৈরালা - দেনমোড়ি
  • রঘুবরণ - মুখ্যমন্ত্রী অরঙ্গনাথ
  • ভাদিভেলু - পালভেশম
  • মণিভন্নন - মায়াকৃষ্ণ
  • বিজয়কুমার - দেনমোড়ির বাবা
  • নেতানমঃ - পুগাড়েন্দির বাবা, নারায়ণ
  • কালাইরনি - পুগাড়েন্দির মা
  • কোচিন হানিফা - চিন্নাস্বামী
  • লায়লা মেহদিন - পুগাড়েন্দির সাবেক অফিস প্রধান এবং সহকর্মী
  • সুস্মিতা সেন - শাকালাকা বেবী গানে নৃত্যশিল্পী হিসেবে
  • ওমাকুচি নরসিমহা - বিশেষ চরিত্রে
  • এস ভি রামাদোস - তিরুপতিস্বামী, বিরোধীদলীয় নেতা
  • কানাল কান্নান - অটো চালক (কিছুক্ষণের জন্য অভিনয়)
  • সিজার মনোহর - বাস চালক (ছাত্র আন্দোলনের সময় দেখানো)
  • বসন্ত রবি - গুণ্ডা
  • আহমেদ খান - শাকালাকা বেবী গানে নৃত্য প্রদর্শনকারী
  • ফাতেমা বাবু - অরঙ্গনাথের স্ত্রী

সঙ্গীত

সবগুলি গানের গীতিকার বৈরামুথু; সবগুলি গানের সুরকার এ আর রহমান

গান তালিকা
নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."কুরুক্কু চিরুতাবালে"হরিহরণ, মহালক্ষ্মী আইয়ার৬ঃ৪২
২."মুদালভানে"শঙ্কর মহাদেবন, এস. জনকী৫ঃ২৯
৩."উপ্পু কারাভাড়ু"শঙ্কর মহাদেবন, কবিতা কৃষ্ণমূর্তি৫ঃ৩৮
৪."আড়াগানা রাচাসিয়ে"এস পি বলসুব্রাহ্মণ, হরিনি, জি. ভি. প্রকাশ কুমার৬ঃ১১
৫."উলুন্দু ভিতাক্কায়িলে"শ্রীনিবাস, স্বর্ণলতা, হরিহরণ, মহালক্ষ্মী আইয়ার৬ঃ০৫
৬."শাকালাকা বেবি"বসুন্ধরা দাস, প্রবীণ মণি৫ঃ২৩

তথ্যসূত্র

  1. http://www.idlebrain.com/movie/archive/mr-oke.html
  2. "Amazon.in: Buy Mudhalvan DVD, Blu-ray Online at Best Prices in India - Movies & TV Shows"। Amazon.com। ১৬ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৫
  3. "True box office kings"। moviecrow। ৬ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১২
  4. "Love makes the filmi world go round"। Rediff। ৪ নভেম্বর ১৯৯৯। ২৫ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.