মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন
মুদাফফরগঞ্জ দক্ষিণ বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম উপজেলার একটি ইউনিয়ন।
মুদাফফরগঞ্জ দক্ষিণ | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() মুদাফফরগঞ্জ দক্ষিণ ![]() ![]() মুদাফফরগঞ্জ দক্ষিণ | |
স্থানাঙ্ক: ২৩°১২′৫৪″ উত্তর ৯১°৩′৫″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | লাকসাম উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৬২ |
অবস্থান ও সীমানা
লাকসাম উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে মুদাফফরগঞ্জ ইউনিয়ন, পূর্বে কান্দিরপাড় ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন, দক্ষিণে মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়ন, পশ্চিমে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ও রায়শ্রী উত্তর ইউনিয়ন এবং উত্তর-পশ্চিমে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন লাকসাম উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লাকসাম থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৭নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৯ এর অংশ।
হাট-বাজার
১। মুদাফরগঞ্জ বাজার।
২। মাওলানা বাজার।
৩। শ্রীয়াং বাজার।
৪। কালিয়াপুর বাজার।
৫। শান্তিরবাজার।
৬। রাজাপুর বাজার।