মুত

মুত প্রাচীন মিশরীয় ভাষায় যার অর্থ মা,[1] একজন প্রাচীন মিশরীয় মাতৃ দেবী। তার নামে উচ্চারণ অনেক সময় মাউত বা মঊত করা হয়। তাকে প্রাথমিক দেবীদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি পানির সাথে সম্পর্কিত। ধারণা করা হত সব কিছু পানি থেকে সৃষ্টি হয়। মিশরীয় শাসকগন দেবী মুতের পূজা করতো।

মুত
দেবীদের রাণী এবং স্বর্গের মহিলা
দেবী মুতের একটি চিত্র, রাজকীয় মাথার পোশাক সহ মুকুট পরিহিত।
চিত্রলিপি

প্রধান অর্চনাকেন্দ্র centerথেবস
প্রতীকthe vulture
মাতাপিতানিজেই নিজেকে সৃষ্টি করেছেন
সঙ্গীআমুন
সন্তানসন্ততিখোংশু
Nineteenth dynasty statue of Mut, part of a double statue, c. 1279-1213 BCE, Luxor Museum

দেবী মুতের একাধিক উপাধী ছিলো। যেমনঃ বিশ্ব মা, রা এর চোখ, দেবীদের রাণী, স্বর্গের মহিলা, দেবতাদের মা, তিনি যে জন্ম দেন, যাকে কেউ জন্ম দেয়নি।

ভক্তের দান

স্বৈর শাসক আখেনাতুন নিজেকে খোদা দাবী করার পর প্রাচীন দেবদেবীদের পূজা অর্চনায় বাধা দেয়া হত। কিন্তু জনসাধারণ মানুষ ঈশ্বরের তুলনায় স্বর্গীয় ঈশ্বরের উপর আস্থা রাখতো বেশি। দ্বিতীয় রামেসিসের শাসনামলে দেবী মুতের একজন অনুসারী তার সমূদ্বয় সম্পত্তি দেবীর মন্দিরে উৎসর্গ করে এবং তার কবরে নিচের তথ্য উৎকীর্ণ করা ছিলোঃ

And he [Kiki] found Mut at the head of the gods, Fate and fortune in her hand, Lifetime and breath of life are hers to command...I have not chosen a protector among men. I have not sought myself a protector among the great...My heart is filled with my mistress. I have no fear of anyone. I spend the night in quiet sleep, because I have a protector.[2]

তথ্য উৎস

  1. Velde, Herman te (2002). Mut. In D. B. Redford (Ed.), The ancient gods speak: A guide to Egyptian religion (pp. 238). New York: Oxford University Press, USA.
  2. "Of God and Gods", Jan Assmann, p. 83-84, University of Wisconsin Press, 2008, আইএসবিএন ০-২৯৯-২২৫৫৪-২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.