মুড়াগাছা রেলওয়ে স্টেশন
মুুড়গাছ রেলওয়ে স্টেশন পূর্ব রেলওয়ের শিয়ালদহ রেল বিভাগের অধীনে একটি রেলওয়ে স্টেশন। স্টেশনটি পশ্চিমবঙ্গ রাজ্যর নাদীয়া জেলার মুড়াগাছায় নাকাশিপাড়া রোডের পাশে কৃষ্ণনগর-লালগোলা লাইনে অবস্থিত। শিয়ালদহ ও মুড়াগাছার মধ্যবর্তী দূরত্ব ১১৭ কিমি। [1] কিছু ইএমইউ ও লালগোলা যাত্রী ট্রেন মুড়াগাছ রেলওয়ে স্টেশনের মধ্য দিয়ে যাতায়াত করে। [2]
মুড়াগাছা | |
---|---|
কলকাতা শহরতলি রেল স্টেশন | |
অবস্থান | মুড়াগাছা, নদীয়া, পশ্চিমবঙ্গ ভারত |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | পূর্ব রেল |
লাইন | কৃষ্ণনগর-লালগোলা লাইন |
প্ল্যাটফর্ম | ৩ |
রেলপথ | ৩ |
নির্মাণ | |
গঠনের ধরন | ভূমি-পৃষ্ঠ |
পার্কিং | না |
সাইকেলের সুবিধা | না |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | না |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
স্টেশন কোড | এমজিএম |
অঞ্চল | পূর্ব রেল |
বিভাগ | শিয়ালদহ |
ইতিহাস | |
চালু | ১৯০৫ |
বৈদ্যুতীকরণ | ২০০৭ |
অবস্থান | |
বৈদ্যুতীকরণ
২০০৭ সালে মুরাগাছ রেলওয়ে স্টেশনসহ ১২৮ কিলোমিটার দীর্ঘ কৃষ্ণনগর - লালগোলা লাইনের লালগোলা স্টেশন পর্যন্ত ইএমই পরিষেবা প্রদানের জন্য বৈদ্যুতীকরণ করা হয়েছিল। [3]
তথ্যসূত্র
- "MGM/Muragacha (3 PFs)"। সংগ্রহের তারিখ নভেম্বর ১৮, ২০১৮।
- "MURAGACHA (MGM) Railway Station"। ndtv.com। সংগ্রহের তারিখ নভেম্বর ১৮, ২০১৮।
- "The Lalgola Sealdah Section Of Indian (eastern) Railway"। সংগ্রহের তারিখ নভেম্বর ১৮, ২০১৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.