মুড়াগাছা রেলওয়ে স্টেশন

মুুড়গাছ রেলওয়ে স্টেশন পূর্ব রেলওয়ের শিয়ালদহ রেল বিভাগের অধীনে একটি রেলওয়ে স্টেশন। স্টেশনটি পশ্চিমবঙ্গ রাজ্যর নাদীয়া জেলার মুড়াগাছায় নাকাশিপাড়া রোডের পাশে কৃষ্ণনগর-লালগোলা লাইনে অবস্থিত। শিয়ালদহ ও মুড়াগাছার মধ্যবর্তী দূরত্ব ১১৭  কিমি। [1] কিছু ইএমইউ ও লালগোলা যাত্রী ট্রেন মুড়াগাছ রেলওয়ে স্টেশনের মধ্য দিয়ে যাতায়াত করে। [2]


মুড়াগাছা
কলকাতা শহরতলি রেল স্টেশন
অবস্থানমুড়াগাছা, নদীয়া, পশ্চিমবঙ্গ
ভারত
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতপূর্ব রেল
লাইনকৃষ্ণনগর-লালগোলা লাইন
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনভূমি-পৃষ্ঠ
পার্কিংনা
সাইকেলের সুবিধানা
প্রতিবন্ধী প্রবেশাধিকারনা
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডএমজিএম
অঞ্চল পূর্ব রেল
বিভাগ শিয়ালদহ
ইতিহাস
চালু১৯০৫
বৈদ্যুতীকরণ২০০৭
অবস্থান
মানচিত্র

বৈদ্যুতীকরণ

২০০৭ সালে মুরাগাছ রেলওয়ে স্টেশনসহ ১২৮  কিলোমিটার দীর্ঘ কৃষ্ণনগর - লালগোলা লাইনের লালগোলা স্টেশন পর্যন্ত ইএমই পরিষেবা প্রদানের জন্য বৈদ্যুতীকরণ করা হয়েছিল। [3]

তথ্যসূত্র

  1. "MGM/Muragacha (3 PFs)"। সংগ্রহের তারিখ নভেম্বর ১৮, ২০১৮
  2. "MURAGACHA (MGM) Railway Station"ndtv.com। সংগ্রহের তারিখ নভেম্বর ১৮, ২০১৮
  3. "The Lalgola Sealdah Section Of Indian (eastern) Railway"। সংগ্রহের তারিখ নভেম্বর ১৮, ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.