মুছাপুর ইউনিয়ন, কোম্পানীগঞ্জ
মুছাপুর বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
মুছাপুর | |
---|---|
ইউনিয়ন | |
৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদ | |
মুছাপুর মুছাপুর | |
স্থানাঙ্ক: ২২°৪৯′৩৬″ উত্তর ৯১°১৯′১″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | নোয়াখালী জেলা |
উপজেলা | কোম্পানীগঞ্জ উপজেলা, নোয়াখালী |
আয়তন | |
• মোট | ৬০.৫০ বর্গকিমি (২৩.৩৬ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২১,৯৮১ |
• জনঘনত্ব | ৩৬০/বর্গকিমি (৯৪০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৯.৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৮৫০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
মুছাপুর ইউনিয়নের আয়তন ৬০.৫০ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মুছাপুর ইউনিয়নের জনসংখ্যা ২১,৯৮১ জন।
অবস্থান ও সীমানা
কোম্পানীগঞ্জ উপজেলার পূর্বাংশে মুছাপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে চর হাজারী ইউনিয়ন; পশ্চিমে রামপুর ইউনিয়ন; দক্ষিণে সন্দ্বীপ চ্যানেল, চর এলাহী ইউনিয়ন ও চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়ন; উত্তর-পূর্বে ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন এবং পূর্বে ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
মুছাপুর ইউনিয়ন কোম্পানীগঞ্জ উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কোম্পানীগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭২নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- বড় চর ধলী
- ছোট চর ধলী
- চর ধলী
- চর মওদুদ
- চর এনায়েত
- দক্ষিণ মুছাপুর
- মধ্য মুছাপুর
শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মুছাপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৪৯.৭%।[1] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদরাসা, ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
প্রাথমিক বিদ্যালয়[2]
- মুছাপুর মৌলভীবাজার কাইয়ুম মিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছোট ধলী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর বড়ধলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ পূর্ব মুছাপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
উল্লেখযোগ্য ব্যক্তি
- কমান্ডার নূর নবী
মুক্তিযোদ্ধা।
যোগাযোগ ব্যবস্থা
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার জিরো পয়েন্ট থেকে বাস কিংবা সিএনজি যোগে বাংলা বাজার আসলেই ইউপি কমপ্লেক্স দেখা যাবে। আবার, সরকারি মুজিব কলেজ রোডে ফারুক অয়েল মিলস এর সামনে থেকে মাওলানা বাজার এসে সিএনজি অথবা অটোরিক্সা যোগে বাংলাবাজার আসলেই ইউপি কমপ্লেক্স দেখা যাবে।
খাল ও নদী
খাল ও নদীর তালিকা[3]
- বাংলা বাজার খাল
- গোশতর খাল
- রংমালা খাল
- নাগার দোনা খাল
- ভূঁঞার খাল
- আগর উদ্দিন খাল
- চর বড়ধলী খাল
- মাছুয়া দোনা খাল
হাট-বাজার
মুছাপুর ইউনিয়নের মূল কেন্দ্র হচ্ছে বাংলাবাজার, মুছাপুর ইউনিয়ন পরিষদও এ বাজারে অবস্থিত। দক্ষিণে রয়েছে আনন্দ বাজার,মদীনা বাজার, উত্তরে রয়েছে মালেক বাজার, রংমালা বাজার ও পশ্চিমে রয়েছে থানার হাট ও পূর্বে ছোটধলী রাস্তার মাথা এবং মুছাপুর ক্লোজার।
জনপ্রতিনিধি
বর্তমান পরিষদ[7]
নাম | পদবি | নির্বাচিত এলাকা |
---|---|---|
আইয়ুব আলী[8] | চেয়ারম্যান | |
শেখ মোহাম্মদ রাসেল | সাধারণ সদস্য | ০১নং ওয়ার্ড |
আহসান উল্যাহ ভুট্টো | সাধারণ সদস্য | ০২নং ওয়ার্ড |
শেখ ফরিদ | সাধারণ সদস্য | ০৩নং ওয়ার্ড |
আবদুর রহিম | সাধারণ সদস্য | ০৪নং ওয়ার্ড |
মোঃ জাকার হোসেন | সাধারণ সদস্য | ০৫নং ওয়ার্ড |
মোঃ সাইফ উদ্দিন | সাধারণ সদস্য | ০৬নং ওয়ার্ড |
মোঃ আলী আজগর জাহাঙ্গীর | সাধারণ সদস্য | ০৭নং ওয়ার্ড |
মোঃ আবু নাছের | সাধারণ সদস্য | ০৮নং ওয়ার্ড |
নুর ইসলাম | সাধারণ সদস্য | ০৯নং ওয়ার্ড |
আয়েশা আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড |
জুলেখা খাতুন | সংরক্ষিত মহিলা সদস্য | ০৪, ০৫ ও ০৬নং ওয়ার্ড |
রুপালী বেগম | সংরক্ষিত মহিলা সদস্য | ০৬, ০৭ ও ০৯নং ওয়ার্ড |
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা[9]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | সফিকুল আলম | ১৯৭২–১৯৭৪ |
০২ | মাহফুজুল হক মিয়া | ১৯৭৫–১৯৮৪ |
০৩ | একরামুল হক মিয়া | ১৯৮৪–১৯৮৮ |
০৪ | মাহফুজুল হক চৌধুরী | ১৯৮৮–১৯৯২ |
০৫ | একরামুল হক মিয়া | ১৯৯২–১৯৯৮ |
০৬ | মাহফুজুল হক চৌধুরী | ১৯৯৮–২০০৩ |
০৭ | নুরুল আলম সিকদার | ২০০৩–২০১১ |
০৮ | মাহফুজুল হক চৌধুরী | ২০১১–২০১৬ |
০৯ | নজরুল ইসলাম | ২০১৬–২০২২ |
তথ্যসূত্র
- "কমিউনিটি সিরিজ (নোয়াখালী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- "প্রাথমিক বিদ্যালয়সমূহ, মুছাপুর ইউনিয়ন"। dpe.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- "খাল ও নদী, মুছাপুর ইউনিয়ন"। musapurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- "মুছাপুর ক্লোজার, মুছাপুর ইউনিয়ন"। musapurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- "মুছাপুর ফরেস্ট, মুছাপুর ইউনিয়ন"। musapurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- "মুছাপুর ফরেস্ট লেক, মুছাপুর ইউনিয়ন"। musapurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- "বর্তমান পরিষদ, মুছাপুর ইউনিয়ন"। musapurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- "চেয়ারম্যান, মুছাপুর ইউনিয়ন"। musapurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।
- "প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, মুছাপুর ইউনিয়ন"। musapurup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৭।