মুক্ত ভালোবাসা

মুক্ত ভালোবাসা হচ্ছে একটি সামাজিক আন্দোলন যার মূল প্রতিপাদ্য বিষয় হল নারীপুরুষের প্রেম-ভালোবাসা এবং যৌনতা থেকে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের হস্তক্ষেপ রহিতকরণ।[1]

নীতিসমূহ

মুক্ত ভালবাসার অধিকাংশ নীতিই উদারনীতিবাদের মূল ভাবধারাকে সমর্থন করে। মুক্ত ভালবাসা আন্দোলন ব্যক্তির ব্যক্তিগত জীবন হতে রাষ্ট্র ও ধর্মের হস্তক্ষেপ হতে স্বাধীনতা চায়। এই আন্দোলন সকল প্রাপ্ত বয়স্ক মানুষের মধ্যে সকল প্রকার আবেগময় ও যৌন সম্পর্কে তৃতীয় পক্ষের সম্মান ও শ্রদ্ধা আশা করে। শুধু তাই না, কিছু মুক্ত ভালবাসা বিষয়ক লেখায় বলা হয়েছে, রাষ্ট্রীয় আইনি বাঁধা ছাড়াই যৌন সম্পর্ক স্থাপনের অধিকার সকল নারী ও পুরুষের আছে।[2]

নারীবাদের সঙ্গে সম্পর্ক

এই নীতিতে পুরুষতন্ত্রবাদের ঘোর বিরোধিতা করা হয় কারণ পুরুষতন্ত্রবাদ নারী ও পুরুষের বন্ধুত্ব সমর্থন করেনা। পুরুষতন্ত্রবাদী নীতিতে নারীদের অভিভাবক তাদের পছন্দ মত এক আয়-রোজগারওয়ালা পুরুষের সঙ্গে বিয়ে দেয়, এবং নারীরা সেখানে বাচ্চা জন্ম দেয়, সংসার করে এবং রক্ষণশীল পারিবারিক রীতিনীতি মেনে চলে যা নারীদের স্বাধীনতা এবং সুস্থ সমাজ বিকাশের পথে অন্তরায়।

বিংশ শতাব্দী থেকে আধুনিক ইউরোপীয় সমাজের তরুণ-তরুণীরা বিয়ে ছাড়াই একত্রবাসের মত পদ্ধতি গ্রহণ করেছে কারণ তারা বিয়েকে একটি পুরুষতন্ত্রবাদী প্রতিষ্ঠান হিসেবে দেখে আসছে।[3]

তথ্যসূত্র

  1. McElroy, Wendy. "The Free Love Movement and Radical Individualism." Libertarian Enterprise .19 (1996): 1.
  2. Dan Jakopovich, Chains of Marriage, Peace News ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ মে ২০১১ তারিখে
  3. Spurlock, John C. Free Love Marriage and Middle-Class Radicalism in America. New York, NY: New York UP, 1988.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.