মুক্তির কথা

মুক্তির কথা তারেক মাসুদক্যাথরিন মাসুদ পরিচালিত ১৯৯৯ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র।[1] চলচ্চিত্রটিতে ১৯৭১ সালে বাংলদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন মানুষের সংগ্রামের কাহিনি বিবৃত হয়েছে। ছবিটিতে সাধারণ জনগণ কীভাবে গণহত্যা, ধর্ষণ ও বর্বরতার শিকার হয়েছে তার উল্লেখ রয়েছে। প্রত্যন্ত অঞ্চলে এখনো মানুষ তেমনি সংগ্রামের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে।[2] চলচ্চিত্রের কিছু ফুটেজ মার্কিন চলচ্চিত্র নির্মাতা লেয়ার লেভিন-এর থেকে নেয়া হয়েছে।[3]

মুক্তির কথা
পরিচালকতারেক মাসুদ
ক্যাথরিন মাসুদ
প্রযোজকতারেক মাসুদ
চিত্রগ্রাহকমিশুক মুনীর
সম্পাদকক্যাথরিন মাসুদ
ফৌজিয়া খান
প্রযোজনা
কোম্পানি
অডিওভিশন
মুক্তি১৯৯৯
দৈর্ঘ্য৮০ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনি সংক্ষেপ

১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত একদল তরুণ তরুণী প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রামাণ্যচিত্র মুক্তির গান দেখাতে শুরু করেন। প্রদর্শনী শেষে গ্রামবাসীরা প্রজেকশনিস্ট দলের কাছে তাদের নিজস্ব অভিজ্ঞতা আর অভিযোগের কথা বলতে শুরু করেন। কখনও কখনও প্রদর্শনী হয়ে উঠে মুক্তিযুদ্ধের লোকগানের আসর। শহরের তরুণ প্রজেকশনিস্ট দল উপলব্ধি করে গ্রামের মানুষের কাছে মুক্তিযুদ্ধের চেতনার কথা পৌঁছাতে এসে তাদের কাছ থেকেই মুক্তিযুদ্ধের বৃহত্তর ইতিহাস জানতে পেরেছে।

হোম ভিডিও

২০১২ সালের ২৫ মার্চ লেজার ভিশন থেকে মুক্তির কথা চলচ্চিত্রের ডিভিডি মুক্তি পায়। এটিকে বাংলাদেশের প্রথম ডিভিডি বলে উল্লেখ করা হয়।[4][5]

তথ্যসূত্র

  1. "Muktir Kotha"। tarequemasud.org। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৭
  2. "Words of Freedom"University of Bridgeport। ৫ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৭
  3. "Muktir Kotha"। ektaonline.org। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৭
  4. "DVDs of "Muktir Gaan" and "Muktir Kotha" launched"The Daily Star। ২০১২-০৩-২৭। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৭
  5. "Muktir Gaan and Muktir Kotha released in DVDs"। news.priyo.com। ২০১২-০৩-২৭। ২০১৩-১২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.