মুকেশ (গায়ক)

মুকেশ চন্দ মাথুর (মারাঠি: मुकेश; ২২ জুলাই, ১৯২৩ - ২৭ আগস্ট, ১৯৭৬) একজন ভারতীয় হিন্দি চলচ্চিত্রের সঙ্গীত শিল্পী যিনি সংক্ষেপে মুকেশ নামে পরিচিত। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য তিনি মোহাম্মদ রফি, মান্না দে এবং কিশোর কুমারের মতো একই কাতারে গণ্য হন[1][2]। তিনি পুরুষ কণ্ঠশিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ অসংখ্যবার মনোনয়ন পাওয়ার পাশাপাশি ১৯৭৩ সালে মুক্তি পাওয়া রজনীগন্ধা চলচ্চিত্রের "কাই বার যুহি দ্যাখা হ্যায়" গানটিতে কন্ঠ দেয়ার জন্য পুরস্কার লাভ করেন। মুকেশ রাজ কাপুরের কন্ঠ দেবার জন্যও জনপ্রিয়।

মুকেশ
প্রাথমিক তথ্য
জন্ম নামমুকেশ চন্দ মাথুর
জন্ম(১৯২৩-০৭-২২)২২ জুলাই ১৯২৩
মৃত্যু২৭ আগস্ট ১৯৭৬(1976-08-27) (বয়স ৫৩)
ডেট্রয়েট, মিশিগান, যুক্তরাষ্ট্র
ধরনচলচ্চিত্র কন্ঠশিল্পী, ভজন, গজল, শাস্ত্রীয় সঙ্গীত
পেশাগায়ক
বাদ্যযন্ত্রকন্ঠশিল্পী
কার্যকাল১৯৪০-১৯৭৬

তথ্যসূত্র

  1. Gopal, Sangita (২০০৮)। Global Bollywood: Travels of Hindi Song and Dance। University of Minnesota Press। পৃষ্ঠা 94আইএসবিএন 0-8166-4579-5। অজানা প্যারামিটার |coauthor= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  2. Encyclopedia of Indian Cinema by Ashish Rajadhyaksha and Paul Willemen. Oxford University Press, 1994. আইএসবিএন ০-৮৫১৭০-৪৫৫-৭, page 169.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.