মুকেশ (গায়ক)
মুকেশ চন্দ মাথুর (মারাঠি: मुकेश; ২২ জুলাই, ১৯২৩ - ২৭ আগস্ট, ১৯৭৬) একজন ভারতীয় হিন্দি চলচ্চিত্রের সঙ্গীত শিল্পী যিনি সংক্ষেপে মুকেশ নামে পরিচিত। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য তিনি মোহাম্মদ রফি, মান্না দে এবং কিশোর কুমারের মতো একই কাতারে গণ্য হন[1][2]। তিনি পুরুষ কণ্ঠশিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ অসংখ্যবার মনোনয়ন পাওয়ার পাশাপাশি ১৯৭৩ সালে মুক্তি পাওয়া রজনীগন্ধা চলচ্চিত্রের "কাই বার যুহি দ্যাখা হ্যায়" গানটিতে কন্ঠ দেয়ার জন্য পুরস্কার লাভ করেন। মুকেশ রাজ কাপুরের কন্ঠ দেবার জন্যও জনপ্রিয়।
মুকেশ | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম নাম | মুকেশ চন্দ মাথুর |
জন্ম | ২২ জুলাই ১৯২৩ |
মৃত্যু | ২৭ আগস্ট ১৯৭৬ ৫৩) ডেট্রয়েট, মিশিগান, যুক্তরাষ্ট্র | (বয়স
ধরন | চলচ্চিত্র কন্ঠশিল্পী, ভজন, গজল, শাস্ত্রীয় সঙ্গীত |
পেশা | গায়ক |
বাদ্যযন্ত্র | কন্ঠশিল্পী |
কার্যকাল | ১৯৪০-১৯৭৬ |
তথ্যসূত্র
- Gopal, Sangita (২০০৮)। Global Bollywood: Travels of Hindi Song and Dance। University of Minnesota Press। পৃষ্ঠা 94। আইএসবিএন 0-8166-4579-5। অজানা প্যারামিটার
|coauthor=
উপেক্ষা করা হয়েছে (|author=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য) - Encyclopedia of Indian Cinema by Ashish Rajadhyaksha and Paul Willemen. Oxford University Press, 1994. আইএসবিএন ০-৮৫১৭০-৪৫৫-৭, page 169.
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.