মুকুন্দপুর ইউনিয়ন, বিরামপুর

মুকুন্দপুর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[1]

মুকুন্দপুর
ইউনিয়ন
১নং মুকুন্দপুর ইউনিয়ন
মুকুন্দপুর রংপুর বিভাগ-এ অবস্থিত
মুকুন্দপুর
মুকুন্দপুর
মুকুন্দপুর বাংলাদেশ-এ অবস্থিত
মুকুন্দপুর
মুকুন্দপুর
বাংলাদেশে মুকুন্দপুর ইউনিয়ন, বিরামপুরের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°২২′১৯″ উত্তর ৮৮°৫৮′৫০″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাদিনাজপুর জেলা
উপজেলাবিরামপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  চেয়ারম্যানমোঃ সাইফুল ইসলাম
আয়তন
  মোট৩৩.৪৫৭ বর্গকিমি (১২.৯১৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
  মোট১৯,৭১১
  জনঘনত্ব৫৯০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪৫.০৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৭০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস

মুকুন্দপুর ইউনিয়ন বিরামপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী সব ধরনের সবজী চাষের অঞ্চল। কাল পরিক্রমায়, সরকার ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সহযোগীতায় আজ মুকুন্দপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সুউজ্জ্বল।

প্রশাসনিক তথ্য

আয়তন

ইউনিয়নটির আয়তন ৩৩.৪৫৭ বর্গ কি.মি.। ইউনিয়নটির মোট আবাদী জমির পরিমাণ ১৪০০ হেক্টর।

লোকসংখ্যা

এই ইউনিয়নে প্রায় ১৯,৭১১ জন বসবাস করেন।

শিক্ষা

ইউনিয়নটির শিক্ষার হার ৪৫.০৬% (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)। এখানে সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ১০ টি এবং অন্যান্য প্রাথমিক বিদ্যালয় ০৩টি রয়েছে। তাছাড়াও উচ্চ বিদ্যালয় ২টি, মাদ্রাসাও এতিমখানা ২টি রয়েছে।

গ্রামসমূহের তালিকা

মুকুন্দপুরে গ্রামের সংখ্যা ৩১টি এবং মৌজার সংখ্যা ১৪টি। এখানে ১টি সাপ্তাহিক হাট রয়েছে। গ্রামগুলো হল-

  • ১। ভেলারপাড়া
  • ২। চকদুর্গা
  • ৩। বিশ্বনাথপুর
  • ৪। রামশাপুর
  • ৫। পলিরামকৃষ্ণপুর
  • ৬। পলিগঙ্গাপুর
  • ৭। চিরিপাড়
  • ৮। বুজরুকগঙ্গাপুর
  • ৯। জগদীশপুর
  • ১০। বেড়াখাই
  • ১১। হাবিবপুর(আড়াপাড়া)
  • ১২। বাদমৌকা
  • ১৩। নাপিতপাড়া
  • ১৪। ইসলামপাড়া
  • ১৫। পটুয়াকোল
  • ১৬। মল্লিকপুর
  • ১৭। মুকুন্দপুর
  • ১৮। জামাদারপাড়া
  • ১৯। তুরিপাড়া(শিংপাড়া)
  • ২০। ফকিরপাড়া
  • ২১। বালুপাড়া
  • ২২। রানীবাজার
  • ২৩। বৈরাগীপাড়া
  • ২৪। কেশবপুর
  • ২৫। পলিখাঁপুর
  • ২৬। খামারপাড়া
  • ২৭। পারভবানীপুর
  • ২৮। পারগোবিন্দপুর
  • ২৯। দক্ষিণ মুকুন্দপুর
  • ৩০। কেশবপুর ছুতারপাড়া
  • ৩১। পলিখাঁপুর মুচিপাড়া

ক্রীড়া সংগঠন

অত্র ইউপিতে মোট ৭টি ক্রীড়া সংগঠন বিদ্যমান।

  • ১।মুকুন্দপুর সেবাসংঘ ক্লাব।
  • ২।মুকুন্দপুর একতা যুব উন্নয়ন ক্লাব।
  • ৩।ভেলারপাড়া পল্লী মঙ্গল স্পোটিং ক্লাব।
  • ৪।হরেকৃষ্ণপুর হাবিবপুর সততা যুব উন্নয়ন ক্লাব।
  • ৫।গঙ্গাপুর আদর্শ স্পোটিং ক্লাব।
  • ৬।পারগোবিন্দপুর প্রীতিময়ু ক্লাব।
  • ৭। পটুয়াকোল জনতা স্পোটিং ক্লাব।

অনুষ্ঠান ও সংস্কৃতি

মুকুন্দপুর ইউনিয়নে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠন আছে। এদের মধ্যে যেসকল আদিবাসীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে থাকে। যেমন: উড়ুম্বা আদিবাসী সাংস্কৃতিক সংগঠন, হরেকৃষ্ণপুর আদিবাসী সাংস্কৃতিক সংগঠন, বিশ্বনাথপুর আদিবাসী সাংস্কৃতিক সংগঠন, মুকুন্দপুর বরাগীপাড়া আদিবাসী সাংস্কৃতিক সংগঠন, পলিখাঁপুর খামারপাড়া আদিবাসী সাংস্কৃতিক সংগঠন ইত্যাদি।

তথ্যসূত্র

  1. "মুকুন্দপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৫ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.