মীরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা
মীরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও আলিয়া মাদ্রাসা।[1][2] ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই আলিয়া মাদ্রাসা বর্তমানে চট্টগ্রাম জেলার মধ্যে অন্যতম একটি কামিল মাদ্রাসা। মাদ্রাসাটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসা।[3] মাদ্রাসার বর্তমান অধ্যক্ষের নাম মাওলানা একরামুল হক।[4]
ধরন | এমপিও ভুক্ত কামিল মাদ্রাসা |
---|---|
স্থাপিত | ১ জানুয়ারি ১৯৮৪ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬- ২০১৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান) |
মাধ্যমিক অন্তর্ভুক্তি | বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড |
শিক্ষার্থী | আনু. ১১০০ |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | শহুরে |
EIIN সংখ্যা | ১০৪৬৩৬ |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ভবিবল, ব্যাটমিন্টন |
ওয়েবসাইট | http://104636.ebmeb.gov.bd/ |
অবস্থান
বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত মীরসরাই পৌরসভায় এ মাদ্রাসাটি অবস্থিত।[5]
ইতিহাস
এ মাদ্রাসায় কামিল (মাস্টার্স) পর্যায় পর্যন্ত পাঠদান করা হয়। মাদ্রাসাটি ১৯৮৪ সালে চট্টগ্রাম জেলায় প্রতিষ্ঠিত হয়। এবং ২০০৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ফাজিল ও কামিল পরীক্ষার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিলো, ২০১৬ সালের পর থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত।
আরও দেখুন
তথ্যসূত্র
- "Mirsarai Latifia Kamil Madrasha - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৯।
- "মিরসরাই উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৯।
- admin। "মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসা পরিদর্শনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য | Mirsaraitimes.com" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৯।
- admin (২০২০-১১-২৬)। "মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসা পরিদর্শনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য"। Mirsaraitimes.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২।
- http://edu.review.net.bd/MIRSARAI-LATIFIA-KAMIL-MADRASHA%5B%5D
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.