মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল
মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বা মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া হল ভারতীয় নারীদেরকে দেওয়া একটি খেতাব যিনি মিস ইন্টারন্যাশনাল [1] প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন, জাপানে অনুষ্ঠিত একটি বার্ষিক, আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা। গ্লামানন্দ সুপার মডেল ইন্ডিয়া মিস ইন্টারন্যাশনালের জন্য ভারতীয় প্রতিনিধি বেছে নেয়। [2]
গঠিত | ১৯৬০ |
---|---|
ধরন | সুন্দরী প্রতিযোগিতা |
সদরদপ্তর | দিল্লি |
অবস্থান | |
সদস্যপদ | মিস ইন্টারন্যাশনাল |
দাপ্তরিক ভাষা | হিন্দি, ইংরেজি |
মূল ব্যক্তিত্ব | নিখিল আনন্দ (জাতীয় পরিচালক) |
ওয়েবসাইট | www |
ইতিহাস
১৯৬০ সালে প্রথম মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনালের মুকুট পরেছিলেন ইওনা পিন্টো। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লং বিচের লং বিচ মিউনিসিপ্যাল অডিটোরিয়ামে ১২ আগস্ট ১৯৬০ তারিখে অনুষ্ঠিত মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন।
তথ্যসূত্র
- "Grand opening of Glamanand Supermodel India pageant"।
- "Glamanand Supermodel India 2018: तनिष्क भोसले ने मिस इंडिया इंटरनेशनल खिताब अपने नाम किया"। India TV Hindi Hindi। সেপ্টেম্বর ১৯, ২০১৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.